চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মানিকছড়ির বাটনাতলী ইউপির বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা

২৮ মে, ২০১৯ | ১:৪০ পূর্বাহ্ণ

মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২৬ মে রবিবার সকাল সাড়ে ১০ টায় বাটনাতলী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, ২১৪ নং ডলু মৌজার হেডম্যান মংক্যচিং চৌধুরী, ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ, রউহ্লাসাই মারমা, সুইথোয়াইপ্রু মারমা, পল্লী সঞ্চয় ব্যাংক মাঠ সহকারী মো. আবুল হাসেম, পাড়া প্রধান (কার্বারী) মেমং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউপি সচিব মো.আব্দুল হাকিমের সঞ্চালনায় বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনে বিগত অর্থ বছরের সংশোধিত বাজেটের আয়-ব্যয়ের হিসাব দাখিল এবং ২০১৯-২০ অর্থবছরের সম্ভাব্য বাজেট পেশ করেন বাটনাতলী ইউপি সচিব মো.আব্দুল হাকিম। বাজেটে ২০১৯-২০ অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ও উন্নয়ন খাত ধরা হয়েছে ৭১ লক্ষ টাকা এবং সম্ভাব্য রাজস্ব উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭০ লক্ষ ৮৫হাজার ২শত ৪০ টাকা উদ্বৃত তহবিল ১৪ হাজার ৭ শত ৬০ টাকা। আলোচনায় বাটনাতলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মোহন বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব আয় বিগত অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাবের সাথে সমন্বয় রেখেই সম্ভাব্য বাজেট নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট