চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আ. লীগ নেতা চ থোয়াই মং মারমা হত্যার প্রতিবাদ

আধাবেলা হরতালে অচল বান্দরবান

নিজস্ব সংবাদদাতা , বান্দরবান

২৭ মে, ২০১৯ | ২:৩৯ পূর্বাহ্ণ

হ সন্তু লারমার কুশপুত্তলিকা দাহ
হ ১৩ জেএসএস নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
হ আজ ৭ উপজেলায় শোকসভা

কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বান্দরবানে আওয়ামী লীগের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর চ থোয়াই মং মারমা হত্যার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করে। সকাল থেকে হরতালের কারণে অভ্যন্তরের সড়ক ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও দুপুর ১২ টার পর থেকে সবগুলো সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়। দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ টহল জোরদার করে নিরাপত্তা বাড়ানো হয়। সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালি এলাকায় জনসাধারণের নিরাপত্তায় একটি অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতা চ থোয়াই মং মারমা হত্যার ঘটনায় জনসংহতি সমিতির ১৩ নেতা কর্মীকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি উছোমং মারমা, সাধারণ সম্পাদক ক্য বা মং মারমা, সদর উপজেলার সভাপতি উছোসিং মারমা, হেডম্যান হাইনু মং মারমা, থানচি উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান চ সা থোয়াই মারমা, রোয়াংছড়ির নেতা অংশৈ মং মারমা, রুমা উপজেলার সাবেক চেয়ারম্যান অংথোয়াই চিং মারমা, সদর উপজেলার নেতা বাসি মং মারমা, রাজবিলার নেতা খ্যপাই মারমা, হেব্রন পাড়ার রাম থন সাং বম, পাহাড়ি ছাত্র পরিষদের নেতা নিত্য লাল চাকমা ও সুজয় চাকমা। এছাড়া আরো অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়েছে মামলায়। শনিবার আটক কে এস মং মার্মা সহ অন্যান্যদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে হরতাল শেষে মুক্ত মঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগ নেতা চ থোয়াই মং মার্মার হত্যার ঘটনায় জনসংহতি সমিতিকে দায়ী করে সন্তু লারমার কুশপুত্তলিকা দাহ করেছে নেতাকর্মীরা। সভা থেকে আজ সোমবার জেলার ৭ উপজেলায় শোকসভা পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া সন্ত্রাসী তৎপরতা দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অন্যদিকে বাঙালি ছাত্র পরিষদ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। রবিবার দুপুরে কুহালং ইউনিয়নের শিলক খালের আগার ঝিড়ি এলাকা থেকে আওয়ামী লীগ নেতা চ থোয়াই মং মারমার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার ৩ দিন আগে বুধবার একদল সন্ত্রাসী ওই নেতা কে উজি মুখ পাড়ার খামার বাড়ি থেকে অপহরণ করে। এ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা সহ ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট