রাউজানে এবার ৯৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রকৃত কৃষক থেকে এ ধান সংগ্রহ করবেন বলে জানান উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তীমির কুমার দে। সে লক্ষ্যকে সামনে রেখে ধান ক্রয় যাচাই বাচাই উৎসব উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার। বেলা ২টায় হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রকৃত কৃষকের ধান যাচাই বাচাই করে ক্রয় উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জুনায়েদ কবীর সোহাগ। ইউএনও জানান, ২৬ টাকা ধরে ৯৭ মেট্রিক টন ধান ক্রয় করা হবে সমগ্র রাউজান থেকে। তিনি বলেন, খাদ্য অফিসার, কৃষি অফিসারসহ সংশ্লিষ্টরা প্রয়োজনে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে এমনকি ঘরে গিয়ে ধান কিনবেন। তিনি জানান, সরকার যে হারে রেট দিয়েছেন সে হারে যারা ধান বিক্রি করবে তাদের কৃষি কার্ড ও সোনালী ব্যাংকে একাউন্ট থাকতে হবে। জানা গেছে গতকাল শনিবার পর্যন্ত রাউজানে ৩ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। গতকাল ধান যাচাই বাচাই ও ক্রয় উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিদর্শী চাকমা, হলদিয়া
ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, রাজনীতিক মাহবুবুল আলম, সাংবাদিক এম. বেলাল উদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তীমির কুমার দে, প্রকৃত কৃষক ও বর্তমান মেম্বার মুহাম্মদ আলী, মেম্বার তৌহিদ, সাবেক মেম্বার প্রকৃত কৃষক আহমদ ছাপা, বোর্ড সচিব মাহবুবুল আলম, মুহাম্মদ মমতাজ, কৃষক শাহজাহান, মুহাম্মদ জসিম, তসলিম, বাবর প্রমুখ।
জানা গেছে, প্রকৃত কৃষক থেকে ২৬ টাকা কেজিতে ধান কিনতে গত ২৯ এপ্রিল খাদ্য অধিদপ্তর থেকে চিঠি প্রেরণ করে উপজেলা খাদ্য অফিসে। ঐ চিঠিতে আগামী ৩১ আগস্ট ২০১৯ পর্যন্ত ধান ক্রয়ের নির্দেশনা রয়েছে।