২৬ মে, ২০১৯ | ১:৫৭ পূর্বাহ্ণ
মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকার ব্যাংক লুটপাটকারীদের দুধ কলা দিয়ে পুষছেন। অন্যদিকে কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন। যারা এদেশের মানুষের অন্ন যোগায়, মাথার ঘাম পায়ে ফেলে ধান শষ্য ফলায় সেই কৃষকদের পরিবারের অবস্থা নাজুক ও দুর্বিষহ। কৃষকেরা তাদের ধানের ন্যায্য মূল্য না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে ধান ক্ষেতে আগুন দিয়ে, রাস্তায় ধান ফেলে, বাংলাদেশের ইতিহাসে প্রতিবাদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি শনিবার পাঁচলাইশস্থ সুইসপার্ক কমিউনিটি সেন্টারে ইউএসটিসি’র ছাত্রদল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডা. শাহাদাত হোসেন আরো বলেন, চট্টগ্রাম একটি জলাবদ্ধতার শহরে পরিণত হয়েছে। সামন্য বৃষ্টিতেই কোমর পরিমাণ পানিতে নগরী সয়লাব হয়ে যায়। সরকার উন্নয়নের ডেকুর তুললেও নগরীর জলাবদ্ধতায় বুঝা যায় উন্নয়ন না লুটপাট।
ইউএসটিসি ছাত্রদলের সভাপতি ডা. এরফান খান নিবির’র সভাপতিত্বে, ডা. ইমরান ও ডা. জাওয়াদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ড্যাব চট্টগ্রাম মেডিকেল শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম সভাপতি অধ্যাপক ডা. তমিজউদ্দিন মানিক, ড্যাব নেতা ডা. মো. আব্বাস উদ্দিন। উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মো. সিরাজ সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সরওয়ার আলম, ড্যাব নেতা ডা. রাসেল ফরিদ, ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, ডা. নাজমুল হোসেন, ডা. লুসি খান, ডা. মীর কাসেম, ডা. তরিকুল ইসলাম, ডা.সাদ্দাম, নগর যুবদল নেতা নাসিম চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া, জমির উদ্দিন নাহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি