চট্টগ্রাম শনিবার, ১০ জুন, ২০২৩

‘ধৈর্য ও ত্যাগের মাধ্যমে আত্মিক উৎকর্ষ ও নৈতিকতা জাগ্রত করাই রমজানের শিক্ষা’

পূর্বকোণ ডেস্ক

২৬ মে, ২০১৯ | ১:৪৯ পূর্বাহ্ণ

বিভিন্নস্থানে আয়োজিত পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলের আলোচনা সভায় বক্তারা বলেন, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে আত্মিক উৎকর্ষ ও নৈতিক বোধ জাগ্রত করাই রমজানের শিক্ষা।
মাইজভা-ার : দরবার শরীফের সাজ্জাদানশীন ও আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভা-ারীয়ার কেন্দ্রীয় সভাপতি শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভা-ারী (মা.জি.আ.) বলেছেন, ইসলামের ইতিহাসে সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার স্মারক হিসেবে বদরের যুদ্ধ আমাদের নিকট অত্যন্ত মর্যাদাবান। বদরের যুদ্ধে রোজাদার মুসলিম মুজাহিদদের বীরত্ব ও ত্যাগ তিতিক্ষার ফলে ইসলামের বিজয় সূচিত হয়। তিনি বলেন, ধৈর্য্য ও ত্যাগের মাধ্যমে আত্মিক উৎকর্ষ এবং নৈতিক বোধ জাগ্রত করাই বদর দিবসের আসল শিক্ষা। গত ২৩ মে ফটিকছড়ি মাইজভা-ার দরবার শরীফে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভা-ারীয়ার উদ্যোগে পবিত্র বদর দিবস ও শায়খুল ইসলাম হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)’র চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিলে হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী, শাহজাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী। মাহফিলে হযরত মাওলানা বাকের আনসারী সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, ফটিকছড়ি জামেউল উলুম ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ তৈয়ব খান আল্-কাদেরী, মাইজভা-ার শাহী জামে মসজিদের খতিব মাওলানা মো. বশিরুল আলম আল্-কাদেরী, হযরত মাওলানা নূরুল ইসলাম ফোরকানী, এইচ এম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, মাওলানা নঈম উদ্দিন, হাফেজ মো. আব্দুল নবী, হাফেজ মো. জয়নাল আবেদীন, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা মোর্শেদুল আলম আল্-কাদেরী, আন্জুমান কেন্দ্রীয় সহসভাপতি কেন্দ্রীয় সহসভাপতি কবির চৌধুরী প্রমুখ।
সিওসি ’৮৬ : ক্লাব অব কলেজিয়েট’৮৬-এর মাসিক সভা গত ২৪ মে সংগঠনের আহবায়ক মনজুর মোর্শেদ ফিরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের পক্ষ হতে হালিশহর আশরাফিয়া, ওসমানিয়া, হানাফিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজ ও এতিম খানায় এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয় এবং তাদের জন্য ইফতার মাহফিল, রাতের খাবার ও সেহেরির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিওসি’৮৬র পক্ষ হতে আহ্বায়ক মনজুর মোর্শেদ ফিরোজ কোমলমতি এতিম শিশুদের প্রতি শুধুমাত্র ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব না দিয়ে সাধারণ ও কারিগরি শিক্ষার প্রতিও মনোযোগী হওয়ার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, অধ্যাপক শাহাজাহান কবির ভূঁইয়া, ক্যাপ্টেন মাহাবুবুর রহমান রূপক, ডা. মোহাম্মদ হাসান মুরাদ, শেখ মোহাম্মদ খালেদ, ক্যাপ্টেন এমরানউল্লহ হক, আজমল আহমদ, আবুল কালাম আজাদ কিরন, মোহাম্মদ আমজাদ হোসাইন, ডা. কাজী আবু তারেক, মোহাম্মদ শাহেদ শেখ ফজলে আজিম, শাহিদ নঈম, মোহাম্মদ মিজানুর রহমান, মাহাবুবুর রহমান শিবলী, শাহ্ মোহাম্মদ ইমরান, সৈয়দ মোহাম্মদ রিদুয়ান, সাইফুল ইসলাম লেলিন, মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
ভূমি অফিসার্স কল্যাণ সমিতি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, চট্টগ্রাম শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন চট্টগ্রাম অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এম জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য ফয়জুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আমিরুল কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান মো. সিদ্দিক ও আরডিসি মোহাম্মদ উল্লাহ মারুফ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ রিদুয়ান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ফয়জুল কবির সিরাজী, উপদেষ্টা হাফেজ আহমদ, সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী ও সহ-সভাপতি মো. জসিম উদ্দিন। ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন সার্কিট হাউস জামে মসজিদের পেশ ইমাম মৌলানা হাফিজুর রহমান। এতে কোরআন তেলাওয়াত করেন আলহাজ হাফেজ মুহাম্মদ ইমরান। ইফতার মাহফিলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, কোন ধরনের হয়রানি ও ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা অতি সহজে জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে ভূমি অফিসের প্রত্যেক কর্মচারীকে আন্তরিক হতে হবে। সেবার নামে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবেনা। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন : প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জিইসি ক্যাম্পাসে এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী দোয়া ও ইফতার মাহফিলে গতকাল শনিবার মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দকে ইফতার মাহফিলে স্বাগত জানিয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন তার পিতার উদ্যোগে আজ থেকে ৬ বছর আগে শুরু হওয়া গণ মানুষের জন্য এ ইফতার মাহফিল একটি সর্বজনীন রূপ নেয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন। ইফতার মাহফিল পূর্ব ধর্মীয় ইবাদত বন্দেগী এ আনুষ্ঠানিকতায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পুলা এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ এবং ল’ বিভাগের সকল ছাত্র ছাত্রী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. সুনীল কুমার সরকার, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল দোভাষ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নির্বাহী সদস্য আবুল মনসুর, গাজী শফিউল আজিম, সৈয়দ আমিনুল হক, হাজী মো: এয়াকুব, মহব্বত আলী খান, শেখ শহীদুল আনোয়ার, থানা আওয়ামী লীগের হাজী শফিকুল ইসলাম, সাহাব উদ্দিন আহমেদ, শফিউল আলম ছগির, আনছারুল হক, মো. ইছহাক, মো. ইলিয়াছ প্রমুখ।
সেন্ট মেরীস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ : পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল গত ২৪ মে চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টাম-লীর মধ্যে উপস্থিত ছিলেন, আমানত হুসাইন, ডা. নওশাদ আহমেদ, আমানউল্লহ আল-সগীর (ছুট্টু), স্থপতি আশিক ইমরান ও মর্তুজা সাব্বির। এ ছাড়াও আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, শান সাহেদ, প্রিতম দাশ, নাইমুর রহমান প্রিন্স ও ইশতিয়াক চৌধুরী।অতিথিগণ তাদের বক্তব্যে স্কুলের সার্বিক উন্নয়ন, ঈদ পুর্নমিলনী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি এবং একাত্মতা বজায় রাখার আহবান জানিয়ে ও দিক নির্দেশনা প্রদান করেন।ইফতার মাহফিলে স্কুলের অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।
লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং নিউ সিটি : সংগঠনের উদ্যোগে গত ২৩ মে নগরীর আলকরণে অবস্থিত আহম্মদিয়া হাসিমিয়া ইসমাঈলিয়া সুন্নিয়া হাফেজা ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম বাচ্চাদের মাঝে ইফতার সামগ্রী, ঈদ বস্ত্র বিতরণ ও এতিমদের সাথে ইফতার করা হয়। এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং নিউ সিটির প্রেসিডেন্ট লায়ন এ কে এম শামসুজ্জামান (রাসেল)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী। লায়ন্স ক্লাব অব চিটাগাং নিউ সিটির ক্লাব সেক্রেটারী লায়ন আরিফুল ইসলাম রুমি’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন লায়ন আবুল কাশেম, লায়ন রফিকুল ইসলাম মমিন, লিও জেলার নির্বাচিত সভাপতি লিও শহরিয়ার ইকবাল, সেক্রেটারী লিও আফিফা ইসলাম, লিও নুরুন নবী তুহিন, লিও মো. আশরাফুল ইসলাম আসিফ, লিও মো. রিফাত, লিও নাহিদা আক্তার, লিও ইসরাত জাহান প্রমুখ।
চট্টগ্রাম সোনালী অতীত ক্লাব: চট্টগ্রামসহ সারা দেশের প্রয়াত ফুটবলারদের স্মরণ এবং সংগঠনের ভবিষ্যত কর্মসূচি নিয়ে চট্টগ্রাম সোনালী অতীত ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গত শুক্রবার নগরীর এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি সাবেক জাতীয় ফুটবলার আশীষ ভদ্রের সভাপতিত্বে সভায় ক্লাবের নির্বাচনসহ এজিএম, নতুন সদস্য সংগ্রহ এবং বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন, সাবেক ফুটবলার হাফিজুর রহমান, এস এম শহীদুল ইসলাম, আনম ওয়াহিদ দুলাল, রনজিত পাল, ইসমাইল কুতুবী, ইবাদুল হক লুলু, মো. মহসিন, রাকিব মাহামুদ, বাবুল দেব, মোহাম্মদ আলী মিলন, নন্দী রাম লাতু ও মো. হাসান। মো. জসিম উদ্দিনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে ফেরদৌস হাসান, মো. লোকমান, মো. জমির ও মো মুন্না, শৈবাল বড়–য়া, মো. আলম, আব্দুল মতিন, আসাদুর রহমান, মো. পাভেল, সুলতান মাহামুদ খান শাহীন ও নাজিমউদ্দিন নাজুসহ সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশন একাদশ: অত্র সংগঠনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল সম্প্রতি সংগঠনের ক্যাম্প মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, ক্লাবের ভবিষ্যত পরিকল্পনাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন সিটি কর্পোরেশন একাদশের স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর ইসমাইল বালী, কাউন্সিলর এ এফ কবির মানিক, স্ট্যান্ডিং কমিটির সম্পাদক আলী আকবর, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মানিক ও কোষাধ্যক্ষ মো. মহিউদ্দিন। এ সময় ক্লাবের সিনিয়র ফুটবলার মো. সোহেল, নজরুল বাবু, মো. বাদশা, মো, জিয়া, মো. সবুর, বিভাস বড়ুয়া, কৃষ্ণ কমল ও সুরজিত দাস টিংকুসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতি : গতকাল শনিবার এশিয়ান এস আর হোটেল ব্যাংকুইট হলে চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সমিতির সভাপতি সাবেক কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবুল কদর, ইব্রাহীম। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আ ন ম আবদুছ শাকুর । সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী।
ইউনেস্কো ক্লাব : চট্টগ্রাম মহানগরের ইফতার মাহফিল ও আলোচনা সভা নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের দোতলায় সাপ্তাহিক ইস্টার্ন ট্রেড সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে গত ২১ মে অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক গীতিকার লিয়াকত হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক আবছার উদ্দিন অলি,শিল্পী শাহীন রহমান, গীতিকার নুরুল আলম নুরী, মনির হোসাইন জামাল বক্তব্য রাখেন। সভায় বক্তাগণ বলেন, ইউনেস্কো পৃথিবীর প্রত্যেক দেশের প্রত্যেক ধর্মের মানুষের সংস্কৃতিকে সমান গুরুত্ব দিয়ে থাকেন । সবাই একসাথে ইফতার করা মুসলমানদের সংস্কৃতি। রোজায় ধৈর্য্য ধারণ ও সংযমে থাকা রমজানের শিক্ষা। মোনাজাত পরিচালনা করেন শেখ নজরুল ইসলাম মাহমুদ।
সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন: সংগঠনের উদ্যোগে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কর্ণফুলী কমিউনিটি সেন্টারে ফাউন্ডেশনের চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং মহানগর যুবলীগ নেতা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় ঈদ বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আমি চাই সমাজের একটি মানুষও যেন ঈদেও আনন্দ থেকে বঞ্চিত না হয়। আসন্ন ঈদে সমাজের সর্বস্তরের মানুষের মুখে আনন্দেও হাসি ফুটে উঠুক। ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ মাহমুদুল হক বলেন, আমাদের সমাজে একটা অংশ রয়েছে যাদের কাছে ঈদেও নতুন জামা পড়ে খুশি উদযাপন করা নিছক একটা স্বপ্ন। বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো.জাকারিয়া,কাউন্সিলর নাজমুল হক ডিউক, মহানগর যুবলীগের সাবেক সদস্য আকরাম হোসেন সবুজ, জেলা পরিষদের সদস্য এডভোকেট উম্মে হাবিবা,মহানগর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সোহেল, ওমর গণি এম ই এস বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম রিটন।
কাপসা২৫ : চিটাগাং ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স এলামনাই এসোসিয়েশন ব্যাচ ২৫ (কাপসা২৫) এর উদ্যোগে ‘মানবসাম্যপূর্ণ সমাজ গঠনে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল গত শুক্রবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠন সভাপতি সাংবাদিক আবসার মাহফুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শারূদ নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি ডেপুটি রেজিস্ট্রার এসএম ফোরকান, অধ্যাপক লিয়াকত আলী চৌধুরী, অধ্যাপক শাহাজাহান কবির ভূঁইয়া রিপন, রাজনীতিক ওয়াহিদুল আলম ওয়াহিদ, মোহাম্মদ সেলিম উল্লাহ, এডভোকেট কাজী ফরিদুল হক, অধ্যাপক নুর কুতুবুল আলম ভূঁইয়া, আবদুল কাইয়ুম, আবুল হাসনাত মোহাম্মদ হাবীবুল বারী, অধ্যাপক আহমেদ হোসাইন, হোসনে আরা বেগম পাপ্পু, সৈয়দ আতাউর রহমান সানু, ব্যাংকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক এইচএম আবু ওবাইদা মনি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যাংকার মঈনুদ্দিন আহমেদ, অধ্যাপিকা কৃষ্ণা দাস, ফজলুল করিম চৌধুরী পলাশ, সৈয়দ মোহাম্মদ মুসলেহ উদ্দিন, সানজিদা মজিব কলি, সালেহা আকতার মুন্নি, ব্যাংকার এটিএম সামশুল আলম মজুমদার ও এসএম নাজিম উদ্দিন।
চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়ন : সংগঠনের উদ্যোগে গত শুক্রবার কাজীর দেউড়ীস্থ রাজমহলে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিতহয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ. জ. ম. নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ, আবু ফয়েজ, জাহাঙ্গীর আলম, আলী আব্বাছ, মিলন কান্তি শর্ম্মা, টিটু মহাজন, মো. হাবিব, শ্রমিক নেতা সৌরভ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিদ্দিকুল ইসলাম, শাহ আলম হাওলাদার, শাহ আলম ফিরুজী, মো. সাহাব উদ্দিন, ইয়াছিন মিয়াজী, কাজী মো. গোলাম মোস্তফা, শিমুল, আবু আহম্মদ, মো. তৌহিদ, মো. কায়ছার, জাহাঙ্গীর, সুমন, ইউসুফ, সফি প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট