চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

স্মরণসভায় ডা. শাহাদাত হোসেন

সমাজসেবায় মাস্টার জাফরের অবদান অনুকরণীয় হয়ে থাকবে

২৭ এপ্রিল, ২০১৯ | ৩:০২ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ভাষা, শিক্ষা ও সমাজসেবায় পশ্চিম বাকলিয়ার কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম (মাস্টার জাফর) যে অবদান রেখে গেছেন তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএনপি রাজনীতির মাধ্যমে নেতৃত্বের সম্মুখভাগে থেকে তিনি সমাজ আন্দোলনে নেতৃত্ব দিয়ে একজন ক্ষণজন্মা কৃতিপুরুষ হিসেবে অমর হয়ে আছেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ডিসি রোডস্থ কমিশনার কার্যালয়ের পাশে ভরা পুকুর পাড়ে মহানগর বিএনপির উপদেষ্টা ও ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
১৭ নং ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেকান্দর আলম এর সভাপতিত্বে ইব্রাহিম বাচ্চুর ও হাজী ইমরান উদ্দিনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সিঃ সহ সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান, নগর বিএনপি’র সহ-সভাপতি এম এ আজিজ, অধ্যাপক নুরুল আলাম রাজু, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, গাজী মো সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ সহ-সাধারণ সম্পাদক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আসু, ওমর ফারুক, এম আই মামুন চৌধুরী, আমিন মাহমুদ, অধ্যক্ষ হোসেন আলম, আব্দুল আজিজ, ইসমাইল বাবুল, বাকলিয়া থানার সাধারণ সম্পাদক আতাউর রহমান শাহীন, নগর বিএনপির সদস্য মো. হোসেন খান, শাহেদা বেগম মুন্নি আক্তার, ফরিদুল হক লিটন, মহিলা, কাউন্সিলর ফারজানা আক্তার প্রমুখ।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এ. কে. এম জাফরুল ইসলাম মানবিক গুণের অধিকারী একজন ব্যক্তি ছিলেন।
আবু সুফিয়ান বলেছেন, আমাদের চারপাশে দুই চোখে যত দূর দেখা যায়, আদর্শবান ব্যক্তিত্ব ছিলেন এ. কে এম জাফরুল ইসলাম। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট