চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিইপিজেডে আগুন:ক্ষতি ৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০১৯ | ৯:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) ইউনিটি এক্সেসরিজ কারখানায় লাগা অগ্নিকাণ্ডে ৮ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান কারখানাটির পরিচালক মো. জয়নাল আবেদীন। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় কারখানাটির পঞ্চম তলায় লাগা অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি একথা বলেন।
কারখানা পরিচালক মো. জয়নাল আবেদীন পূর্বকোণকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে কারখানার পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ সোয়া ২ ঘণ্টার টানা চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুণ নিয়ন্ত্রণে এলেও ৫ম তলায় থাকা ফোম ইউনিটের কিছুই রক্ষা করা যায়নি। পুড়ে যায় সম্পূর্ণ ফোম ইউনিট। আগুনে নষ্ট হয়ে যায় সব মেশিনারিজ। শুধু মেশিনারিজ নয়, আগুনে কারখানাতে থাকা কার্টন ও পলি’র ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ৮ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি’।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় সিইপিজেডের ইউনিটি এক্সেসরিজ কারখানার ৫ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১৪ গাড়ি কাজ করে। পরে সোয়া দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট