চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাড়তি ভাড়া আদায় ও যাত্রী হয়রানি

বাস কাউন্টারে অভিযান লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০১৯ | ২:৫০ পূর্বাহ্ণ

দূরপাল্লার বাস কাউন্টারে অভিযান চালিয়ে লাখ টাকা জরিমানা করেছে বিআরটিএ। গতকাল (বৃহস্পতিবার) বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক দামপাড়া, অলংকার, এ কে খান ও কর্নেল হাট বাস কাউন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।
ম্যাজিস্ট্রেট জানান, ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিষয়টি নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে আর এম ট্রাভেলসকে ২৫০০০ টাকা, শাহ ফতেহ আলী পরিবহনকে ২০০০০ টাকা, বেপারি পরিবহনকে ৩০০০০ টাকা, লিটন পরিবহনকে ২০০০০ টাকা ও বলেশ্বর পরিবহনকে ৫০০০ টাকাসহ মোট ১ লাখ জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট অভিযানের সময় বিভিন্ন কাউন্টার ঘুরে যাত্রীদের সাথে কথা বলেন এবং বেশ কয়েকটি দূরপাল্লার কাউন্টারে নিয়মিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। তিনি এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট