চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

হোম কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা

২১ মার্চ, ২০২০ | ১০:০৫ অপরাহ্ণ

বোয়ালখালীতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থাকায় আশফাক আলী খান (২৪) নামের দুবাই প্রবাসীকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন পশ্চিম খরণদ্বীপ এলাকায় তার বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে না থাকার সত্যতা পান।  এ সময় হোম কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানালে জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

গত বৃহস্পতিবার আশফাক আলি দুবাই থেকে দেশে আসেন। এ সময় ওই প্রবাসী করোনা আক্রান্ত নন দাবী করে হোম কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানালে তাকে জরিমানা ও তার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন ইউএনও।

উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, বিদেশ থেকে আগত প্রত্যেক প্রবাসী নিজ দায়িত্বে পরিবার ও সমাজের মানুষগুলোর কথা ভেবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন। উপজেলা প্রশাসন এ বিষয়ে নজরদারি করছে। অন্যথায় আইন প্রয়োগ করার হবে।

 

 

 

পূর্বকোণ-সেকান্দর-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট