চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ বাইশারীতে

নিজস্ব সংবাদদাতা

২৪ মে, ২০১৯ | ২:১৭ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের ঝটিকা অভিযানে পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এসময় বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামাদি ধংস করা হয়। গত ২২ মে রাত সাড়ে দশটার দিকে ইউনিয়নের বাইশারী-নারিচবুনিয়া সড়কের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদের পুরাতন স মিল এলাকার পাহাড়ি ছড়া ফারিখাল থেকে ড্রেজার মেশিনটি জব্দ করা হয়োছে। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এ.কে.এম হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ,এস,আই রুবেল, এ,এস আই মোজাম্মেলসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল গিয়ে রাতের আঁধারে বালু উত্তোলনকালীন ড্রেজার মেশিনসহ সরঞ্জামাদি জব্দ করা হয়। এছাড়া উত্তোলন করা বালু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে বালুখেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে বালুখেকোদের বিরুদ্বে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি আরো জানান, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপস্থাপন করা হবে।
স্থানীয়রা জানান, একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে বালু উত্তোলন করে আসছিল। এদের মধ্যে সেলিমই সিন্ডিকেটের অন্যতম বলে এলাকাবাসী জানায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট