চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘অনিয়মের গোমর ফাঁস’ সংবাদের প্রতিবাদ

২৪ মে, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

দৈনিক পূর্বকোণে গতকাল ‘অনিয়মের গোমর ফাঁস’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) চট্টগ্রাম আমিরুল কায়ছার।
দোহাজারী-ঘুনঘুম রেল লাইন সম্প্রসারণ প্রকল্পের এলএ শাখায় ৫৫ লাখ টাকা নিয়ে বিরোধ সংক্রান্ত প্রতিবেদনে ‘আমার বিরুদ্ধে বিভাগীয় অভিযোগে অভিযুক্ত (শাস্তিমূলক বদলীকৃত) কানুনগো মো. জাহাঙ্গীর আলমের মনগড়া অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে অসত্য তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের শুরুতে ‘জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার ক্ষতিপূরণের প্রায় ৫৫ লাখ টাকার অনিয়মের গোমর ফাঁস হয়ে গেছে। এডিসি ও কানুনগো দুই কর্মকর্তা একে অপরের বিরুদ্ধে সরকারি টাকা তছরূপ এ টাকার জন্য ফাইল আটকে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে পরস্পরকে দুষেছেন। কর্মকর্তাদের মধ্যে টাকা ভাগভাটোয়ারা বিরোদের জের ধরে গোমর ফাঁস হয়ে যায় বলে জানায় সংশ্লিষ্টরা’। এডিসি আমিরুল কায়সার বলেন, প্রকৃত বিষয়টি হলো প্রতিবেদনে উল্লিখিত লোহাগাড়া থানার চুনতি গ্রামের মুত কালু মিয়ার পুত্র মো. ইলিয়াছ ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ জমির জন্য ৩৭ লক্ষ ২৯ হাজার ১১৮/৩৪ টাকা অবকাঠামো ও গাছপালার জন্য ১৭ লক্ষ ৫৮ হাজার ২১৩/২৭ টাকাসহ সর্বমোট ৫৪ লক্ষ ৮৭ হাজার ৩৩১/৬১ টাকা ক্ষতিপূরণ পাওয়ার জন্য ২০১৮ সালের ১৮ ডিসেম্বর আবেদন করেন। সে মোতাবেক উক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) সুপারিশ করেন। কিন্তু ক্ষতিপূরণ গ্রহীতাকে কানুনগোর অসহযোগিতার কারণে অদ্যাবধি ক্ষতিপূরণ প্রদান করা সম্ভব হয়নি। যেহেতু ক্ষতিপূরণ এখনো প্রদান করা হয়নি সেহেতু এ নিয়ে কথিত টাকা ভাগভাটোয়ারা কিংবা গোমর ফাঁস হওয়ার বিষয়টি ভিত্তিহীন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট