চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শাহ আমানত (র.) মাজার জিয়ারতশেষে প্রচারণা শুরু রেজাউলের

নিজস্ব প্রতিবেদক

৯ মার্চ, ২০২০ | ৩:১১ অপরাহ্ণ

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর চট্টগ্রামের শাহ আমানত (র.) মাজার জেয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

প্রসঙ্গত, আজ সোমবার (৯ মার্চ)  সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা হল রুমে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতীক বরাদ্দ দেন। তার মধ্যে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এম এ মতিন মোমবাতি,আবুল মনজুর ন্যাশনাল পিপলস পার্টি আম, ওয়াহেদ মুরাদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার,  জান্নাতুল ইসলাম ইমলামি আন্দোলন বাংলাদেশ হাতপাখা, এম রেজাউল করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা ও  ডা.শাহাদাত হোসেন বিএনপি ধানের শীষ প্রতীক পেয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগের  মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ মোট ৬ জন মেয়র, ১৬১ জন সাধারণ ওয়ার্ডর কাউন্সিলর এবং ৫৬ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রতিদ্বন্দিতা করছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট