২৩ মে, ২০১৯ | ১১:২১ অপরাহ্ণ
নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার
কক্সবাজারের রামুতে টমটমের (ইজিবাইক) ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় গর্জনিয়া বাজার-দৌছড়ি প্রধান সড়কের কচ্ছপিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রায়হান। সে একই এলাকার বদিউল আলমের ছেলে।
কচ্ছপিয়ার বাসিন্দা জাবেদ জানান, কচ্ছপিয়ার দৌছড়ি গলাছিরা এলাকায় মালভর্তি (তামাক) টমটম গাড়িটি বেপরোওয়াভাবে চালিয়ে যাচ্ছিল। এমন সময় রাস্তার পাশে থাকা শিশু রায়হানকে ধাক্কা দেয়। স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। রাত আটটার দিকে শিশু রায়হানকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
রামু গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মো. আবছার জানান, টমটমের ধাক্কায় রায়হান নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।