চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রেলের আগাম টিকেট বিক্রি দেখতে গেলেন বিভাগীয় কমিশনার

‘টিকেট কালোবাজারি পেলেই ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০১৯ | ১০:১২ অপরাহ্ণ

টিকেট কালোবাজারি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে বলে জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। আজ বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে তিনটায় রেলওয়ে স্টেশনে রেলের আগাম টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

এ সময় বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান আরো বলেন, স্টেশন থেকে প্রতিদিন বিভিন্ন ট্রেনের ১২ হাজার টিকিট বিক্রি হচ্ছে। আর এই টিকিট কেনা-বেচা নিয়ে মানুষ কতটা বঞ্চিত হচ্ছে, তা আমরা নজরদারিতে রেখেছি। এখানে যাত্রীরা সুশৃংঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছে। তবুও টিকিট কালোবাজারি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার সৈয়দ ফারুক আহমদ, রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডার ইকবাল হোসেনসহ রেলওয়ের কর্মকর্তারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট