চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রতীকী ছবি

ভোরের ঝড়ে কর্ণফুলীতে ডুবেছে লাইটার জাহাজ

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০১৯ | ৩:০০ অপরাহ্ণ

ভোরের দিকে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ো হাওয়ায় কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকায় ‘এমভি সি ক্রাউন’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এতে কেউ হতাহত হননি। ডুবে যাওয়া জাহাজটি মমতা ট্রেডিং এজেন্সির বলে জানা গেছে।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে ১ হাজার টন পাথর নিয়ে এমভি সি ক্রাউন নামের লাইটার (ছোট) জাহাজটি কর্ণফুলীর দক্ষিণ পাড়ে খালাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় আকস্মিক ঝড়ো হাওয়ায় জাহাজটি পাথরের বাঁধে উঠে যায়। এরপর ভেঙে পানিতে পড়ে পানিতে ডুবে যায়। তবে কেউ হতাহত হননি। ডুবে যাওয়া জাহাজটি লাল পতাকা ও বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে যাতে নৌ চলাচল ব্যাহত না হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট