চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কক্সবাজারের সেবা বঞ্চিত শিশুদের চোখের অস্ত্রপাচার চট্টগ্রাম চক্ষু হাসপাতালে

২৩ মে, ২০১৯ | ২:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কক্সবাজার জেলার স্থানীয় শিশুদের চোখের অস্ত্রাপচার শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে ৫ শিশুর সফলভাবে অস্ত্রপচার সম্পন্ন হয়। এদের চোখে ছানিজনিত সমস্যা ছিল। এরা হল শিশু শাহীন (২.৫), মবিন (২), রেজাউল করিম (৭), অন্তরা সরকার (৮) ও জেসি মণি (১৪)। কক্সবাজার জেলার কয়েকটি হাসপাতালে চক্ষু চিকিৎসা সেবা থাকলেও শিশুদের চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালে এই কার্যক্রম চালু করা হয়। শিশুদের অস্ত্রোপচার করেন চক্ষু হাসপাতালের চিকিৎসক

ডা. মেরাজুল ইসলাম। কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় অরবিস ইন্টারন্যাশনাল বাস্তবায়িত ‘কাতার ক্রিয়েটিং ভিশন (কিউসিভি) এক্সপান্ডিং আই কেয়ার ইন সাউথ ইস্ট বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ও কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার শুরু হয়েছে। এতে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল। অস্ত্রোপচারের পাশাপাশি ঔষধসহ যাবতীয় সেবা প্রদান করা হয়। এতে সার্বক্ষণিক সহযোগিতা দিয়েছেন কিউসিভি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর নিলুফার ইয়াসমিন, অপটোমেট্রিস মোহাম্মদ নঈম উদ্দীন ও কক্সবাজার বায়তুস শরফ হাসপাতালের ভলান্টিয়ার পলেন চাকমা। এর আগে অরবিস স্থানীয় জনগণের চক্ষু চিকিৎসার জন্য নিয়মিত স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের মাধ্যমে শিশুদের চোখ পরীক্ষা করে রোগ নির্ণয় করে। রোগ নির্ণয়ের পর চিকিৎসা সেবা প্রদানের জন্য কক্সবাজার বায়তুস শরফ হাসপাতালে এবং অস্ত্রোপচারের জন্য চটগ্রাম চক্ষু হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১৪ হাজার স্থানীয় শিশুর চোখ পরীক্ষার পাশাপাশি প্রায় ১০০০ শিশুকে চশমা প্রদান করা হয়। শিশুদের এই অস্ত্রোপচার কার্যক্রম অব্যাহত থাকবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট