চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেবে গেছে মাতামুহুরী সেতু চট্টগ্রাম-কক্সবাজার সরাসরি যান চলাচল বন্ধ, তীব্র দুুর্ভোগ

এম জাহেদ চৌধুরী, চকরিয়া পেকুয়া

২৩ মে, ২০১৯ | ২:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের গুরুত্বপূর্ণ মাতামুহুরী সেতু দেবে যাওয়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটেছে। এর ফলে দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সেতুটি বয়স ৬০ বছর। ১০০ বছর মেয়াদ থাকলেও ৪০ বছর আগেই এটি অতি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। গত ৪ বছর ধরে সেতুর মাঝখানে দু’টি স্থানে দেবে যাওয়ায় এটি বেশ ঝুঁকিপূর্ণ ছিল। ইতিমধ্যে ৬ লেন বিশিষ্ট সেতু নির্মাণের টেন্ডার হয়েছে। শুরু হয়েছে প্রাথমিক কাজও। গত মঙ্গলবার সেতুর মাঝখানে আবার দেবে গেলে মেরামত কাজ শুরু হয়। গতকাল বুধবার রাতে

মেরামতকালীন সময়ে সেতুর মাঝখানে বিশাল ফাটল দেখা দেয়। সৃষ্টি হয় গর্ত। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়। সেতু নির্মাণ প্রতিষ্ঠানের কর্মীরা থানা রাস্তার মাথা ও বরইতলী রাস্তার মাথায় পোস্ট বসিয়ে বিকল্প পথে দূরপাল্লার গাড়িগুলো চলার ব্যবস্থা করেছে। তাদের সাথে সওজ কর্মীরাও রয়েছেন। এখন গাড়িগুলো বরইতলী রাস্তা মাথা, পেকুয়া হয়ে বাঘগুজরা সেতু দিয়ে মাতামহুরী নদী পার হয়ে থানা রাস্তার মাথা দিয়ে কক্সবাজার যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ফাটল মেরামতের সুবিধার্থে কমপক্ষে তিন রাত (রাত ১০টা থেকে সকাল ১০টা) এ সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিকল্প পথেই এ সময় যানবাহন চলবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট