চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পরীক্ষা দিয়েও অনুপস্থিত ৫৮ শিক্ষার্থী

বাউবি’র সামাজিক বিজ্ঞান পরীক্ষা

ইমরান বিন ছবুর

২৩ মে, ২০১৯ | ২:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের (বাউবি) বিএড ২য় সেমিস্টারের সামাজিক বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করার পরও ৫৮ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। শিক্ষার্থীদের সবাই এসাইনমেন্ট জমা দিলেও এসব শিক্ষার্থী এসাইনমেন্ট জমা না দেয়ায় তাদের অনুপস্থিত দেখানো হয়েছে। শিক্ষার্থীরা এ ব্যাপারে জানতে চাইলে বাউবি চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানান, এটি ঢাকার সমস্যার কারণে হয়েছে। এক সাথে ৫৮ শিক্ষার্থীকে সামাজিক বিজ্ঞান বিষয়ে অনুপস্থিত দেখালে বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা ব্যাপারটি নজরে আনেন। পরে ঢাকায় যোগাযোগ করে জানা যায়, সার্ভারের ত্রুটির কারণে এ সমস্যাটি হয়েছে। ফলাফল সংশোধন করে ফাইনাল পরীক্ষার সাথে তা যুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন বাউবি কর্তৃপক্ষ। এ সম্পর্কে এক শিক্ষার্থী বলেন, বিএড ২য় সেমিস্টারের সামাজিক বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করেও আমাদের ফল প্রকাশ হলে সেখানে অনুপস্থিত দেখানো হয়। পরে জানতে পারি আমরা নাকি এসাইনমেন্ট জমা দিইনি। কিন্তু আমরা সবাই এসাইনমেন্ট জমা দিয়েছি। এ বিষয়ে অফিসে কথা বললে আমাদের জানায়, ঢাকায় সার্ভারের সমস্যার কারণে এটা হয়েছে। এ ব্যাপারে আমাদের একটি লিখিত অভিযোগ দিতে বলেছে। যাদের এই সমস্যা হয়েছে আমরা সবাই অভিযোগ করেছি। কিন্তু কখন পুনরায় ফল প্রকাশ করা হবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি। এটা নিয়ে আমরা সবাই দুশ্চিন্তায় রয়েছি। এ ব্যাপারে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান কোর্সের শিক্ষক সামশুদ্দিন শিশির জানান, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি, যেখানে সামাজিক বিজ্ঞান বিষয়ের অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখাচ্ছে। আসলে সেসব শিক্ষার্থী সব পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং এসাইনমেন্টও জমা দিয়েছে। এটা মূলত সার্ভারের সমস্যা। আমরা উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যাপারটি তাদের অবগত করেছি। তারা জানিয়েছেন এটি সার্ভারের সমস্যা এবং শীঘ্রই ঠিক করে দিবে বলে আমাদের আশ^স্ত করেছেন। তিনি আরো বলেন, সবাই যেহেতু আমাদের শিক্ষার্থী, তাদের সমস্যা মানে আমাদের সমস্যা। আমরা এই সমস্যা যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করছি। এতে শিক্ষার্থীদের ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। রেজাল্ট সংশোধন করে ফাইনাল পরীক্ষায় তা যুক্ত করে দেয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে বাউবি’র চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের প্রভাষক ফরহাদ উদ্দিন আহমেদ বলেন, সার্ভারের সমস্যার কারণে এ সমস্যা হয়েছে। এর আগে এমএড এ একই সমস্যা

হয়েছিল। পরে আমরা ঢাকায় কথা বলে সেটার সমাধান করেছি। বিএড’র শিক্ষার্থীদেরও একই সমস্যা হয়েছে। আমরা ঢাকায় কথা বলে জানতে পেরেছি, তাদের রেজাল্ট পুনরায় বিবেচনা করা হচ্ছে। বাউবি’র চট্টগ্রাম কার্যালয়ের আঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরী বলেন, পরীক্ষা অংশগ্রহণ করে এবং এসাইনমেন্ট জমা দিয়েও বেশ কিছু শিক্ষার্থীকে রেজাল্টে অনুপস্থিত দেখাচ্ছে, এরকম একটি অভিযোগ পেয়েছি। এটা নিয়ে ঢাকায় কথা হয়েছে। আশা করি শীঘ্রই এ সমস্যা কেটে যাবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট