চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রেম’স কালেকশনে চিত্র নায়িকা অপু বিশ^াসের ফ্যাশন শো

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০১৯ | ২:৪৪ পূর্বাহ্ণ

ফ্যাশন সচেতন নারী ও পুরুষদের জন্য স্পেশাল ঈদ কালেকশন নিয়ে জমকালো ফ্যাশন শো’র আয়োজন করে প্রেম’স কালেকশন। গতকাল নগরীর ইউনুস্কো সেন্টারে প্রেম’স কালেকশনের ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্র নায়িকা অপু বিশ্বাস। এবার ঈদ উপলক্ষে প্রেম‘স কালেকশনে নিয়ে এসেছে নানা ডিজাইনের দেশি-বিদেশি পোশাকের সমাহার। নারীদের জন্য রয়েছে আনার কলি, ফ্লাজু সেট, সারারা, গারারা, কাতান ড্রেস ও সানাছাফিনা গাউন। দোকানের এক কর্মী জানান, এসব গাউন ২০ হাজার থেকে দুই লাখ টাকা। আরো আছে বিভিন্ন ফ্যাশেনের লেহেঙ্গা। এসব লেহেঙ্গার দাম ৫০ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকায় পাওয়া যাচ্ছে। এবার ঈদ উপলক্ষে প্রেম‘স শাড়িতেও এনেছে ভিন্নতা। ডিজাইনেবল এ শাড়িগুলোর নাম তড়িৎ কুমার, সব্বসাজি, ঋতু কুমার, ঘুটা পাত্তি কাজের শাড়ি, ঝারকান, সাত্তাপল, কাতান ও স্পেশাল কাতান। এই শাড়িগুলো ঈদ উপলক্ষে মুম্বাই, দিল্লি, বেনারাস ও পাকিস্তান থেকে আনা হয়েছে। যা নজর কাড়ছে ক্রেতাদের। শাড়িগুলোর দাম দুই হাজার টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত। আবার ছেলেদের জন্য আছে আধুনিক ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ও ফতুয়া। পাশাপাশি শিশুদের জন্য আছে দারুণ সব ড্রেস। একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে সব কালেকশন। ঈদ উপলক্ষে ছেলেদের পাঞ্জাবিগুলো আড়াই হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা। পাঞ্জাবিগুলোর মধ্যে প্রেম‘স কালেকশনের নিজস্ব ডিজাইনও আছে। প্রদর্শনীতে ৩০ ফুটের একটি পাঞ্জাবিও ছিল। অনুষ্ঠানে দ্বিতীয় ধাপে ছিল প্রেম‘স কালেকশনের উপর ফ্যাশন শো। এই ফ্যাশন শো তে অংশগ্রহণ করেন চিত্র নায়িকা অপু বিশ্বাস, ইউটিউব সেলিব্রেটি সালমান মুক্তাদির, সৌভিক আহমেদ ও তামিম মৃধা। পোশাকের মান ও ডিজাইনের নতুনত্বের জন্য প্রেম‘স কালেকশন্স শুরু থেকেই একটু আলাদা। গত বছর চট্টগ্রামের ইউনুস্কো সিটি

সেন্টারের ষষ্ঠ তলায় এ ফ্যাশন হাউজটি উদ্বোধন করা হয়। প্রেম‘স কালেকশনের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বন্বানি বলেন, চট্টগ্রামের ফ্যাশন সচেতন মানুষদের জন্য আমি এ শোরুমটি চালু করি। দেখা যায় চট্টগ্রামের ফ্যাশন সচেতন মানুষগুলো শপিং করতে ঢাকা বা দেশের বাহিরে যেতে হতো। যা এখন আর যেতে হবে না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট