চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উপজেলায় আয়োজিত বিভিন্ন সভায় বক্তারা

অর্থনৈতিক উন্নয়নে বীমা গুরুত্বপূর্ণ খাত

মফস্বল ডেস্ক

৩ মার্চ, ২০২০ | ১:৪১ পূর্বাহ্ণ

‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে নানান আয়োজনে উপজেলার বিভিন্ন স্থানে পালন করা হয়েছে ১ম জাতীয় বীমা দিবস ২০২০। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, অর্থনৈতিক মুক্তির জন্য বীমা একটি গুরুত্বপূর্ণ খাত। দেশের উন্নয়ন ও কর্মসংস্থানে এর অবদানও অনেক বেশি।
চন্দনাইশ: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় গত ১ মার্চ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখন পপুলার লাইফ ইনস্যুরেন্স কর্মকর্তা মো. নিয়াজুর রহমান নিয়াজ, মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন, মো. মোসলেম উদ্দিন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোং লি., রুপালি লাইফ ইনস্যুরেন্স কোং লি., ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোং লি., ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোং লি.’র কর্মকর্তাসহ বীমা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।
কর্ণফুলী: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ১ মার্চ।
ইউএনও মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর, জুলধা ইউপি চেয়ারম্যান রফিক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চট্টগ্রাম এরিয়া প্রধান সাইফুল করিম, এসইভিপি মো. ইব্রাহিম, ইভিপি মো. হারুনুর রশিদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স’র কর্মকর্তাবৃন্ধ।
ফটিকছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও উপজেলা পরিষদের শফিকুন নুর মওলা হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ১ মার্চ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সায়েদুল আরেফীনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ শাহীন। অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাঁশখালী: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও উপজেলা দিশারী (কৃষাণ ও কৃষাণী) প্রশিক্ষন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু ছালেক, কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি, ফারইস্ট ইসলামী লাইফের ইনচার্জ মাওলানা জাফর ইকবাল, মাওলানা ছরওয়ার আলম, ন্যাশনাল লাইফের ইনচার্জ মো. ফিরোজ, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স’র মাওলানা নুরুল আলম, প্রফেসর জাকের হোসেন, হোমল্যান্ড লাইফের জাফর আলম, পপুলার লাইফের ইনচার্জ ইলিয়াছ হোসেন, ডায়মন্ড লাইফ ইনস্যুরেন্সের রুপন চক্রবর্তী, ট্রাস্ট ইসলামী লাইফের ফরহাদুল আলম তালুকদার প্রমুখ।
সন্দ্বীপ: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সৌম্বধি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাষ্টার শাহজাহান বিএ। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাঈন উদ্দিন, ইন্স্যুরেন্স প্রতিনিধি আবু হানিফ টিটু, মো. জসিম উদ্দিন ও বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিবৃন্দ।
কাপ্তাই: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার সালমা নাজনীন, পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, শিক্ষা অফিসার মো. ইদ্রিছ ইনস্যুরেন্স কর্মকর্তা মো. দিদারুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট