চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

প্রেসক্লাবের মানববন্ধনে আল্লামা জুবাইর

কৃষিকে উপেক্ষা করে উন্নয়ন অগ্রগতি নিশ্চিত হতে পারেনা

২৩ মে, ২০১৯ | ২:৩১ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, মানুষের খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে যে কৃষিকেন্দ্রিক মানবসভ্যতার গোড়াপত্তন ও ক্রমবিকাশ, সত্যিকার অর্থে সে সভ্যতার স্থায়ীত্ব নির্ভরশীল কৃষি বিকাশের উপরই। কৃষিকে উপেক্ষা করে কখনও শিল্পায়ন তথা উন্নয়ন-অগ্রগতি নিশ্চিত হতে পারে না। কেননা শিল্প বিপ্লবের পূর্বশর্ত হলো কৃষি বিপ্লব। তাই কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া বাঞ্চনীয়। উল্লেখ্য যে, সম্প্রতি কৃষি পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক কৃষক তার ফসলী জমিতে স্বেচ্ছায় আগুন লাগিয়ে দিয়েছে। অনেকেই মই চেপে দিয়ে জমিতেই ফসল নষ্ট করে দিয়েছে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহানগরের উদ্যোগে গতকাল বুধবার বিকেল ২টায় জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ভর্তুকি বৃদ্ধির মাধ্যমে কৃষি উপকরণ সহজলভ্য করার এবং কৃষিজাত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করে কৃষিখাতকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর ইসলামিক ফ্রন্টের সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে এবং সৈয়দ মুহাম্মদ মুনির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক এম. মহিউল আলম চৌধুরী, এম. ওয়াহেদ মুরাদ, হাফেজ আবু তাহের, ডা. হাশমত আলী তাহেরী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, কাজী সুলতান আহমদ, ইঞ্জিনিয়ার রাসেল। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আনোয়ারুল ইসলাম খান, মাওলানা হাফিজ, সিহাব উদ্দীন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন, শহিদুল ইসলাম, ইমরান, কাউছার, অভি প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট