চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিএনপি’র সভায় এরশাদ উল্লাহ

কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত

২৩ মে, ২০১৯ | ২:৩১ পূর্বাহ্ণ

মহানগর বিএনপি নেতা এরশাদ উল্লাহ বলেছেন, কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না তারা আজ তাদের অধিকার থেকে বঞ্চিত। অব্যাহতভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। শ্রমিকের প্রকৃত আয় কমে গেছে। মেগা প্রজেক্টের নামে সরকারি দলের নেতাকর্মী ও সুবিধাভোগীরা মেগা দুর্নীতিতে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে। অথচ তাদের কোন বিচার করা তো দূরের কথা গ্রেপ্তার করা হলেও ক’দিন যেতে না যেতেই সদর্পে মুক্তি পায়। নগরীর কালুরঘাট রোডস্থ দলীয় কার্যালয়ে চান্দগাঁও ও পাঁচলাইশ থানার যৌথ উদ্যোগে আগামী ৩১ মে শুক্রবার অনুষ্ঠিতব্য বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে উদযাপন পরিষদের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নগর বিএনপি’র যুগ্ম সম্পাদক আর.ইউ. চৌধুরী শাহীন, চান্দগাঁও থানা বিএনপি’র সভাপতি কাউন্সিলর মোহাম্মদ আজম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন খান, চবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আশরাফ, বিএনপি নেতা মো. এসকান্দর, মো. নজরুল, জানে আলম, নগর যুবদলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান লেবু, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক জাফর আহমেদ, সাবেক সংসদ সদস্য মরহুম সিরাজুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম শাহীন, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইসমাইল প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট