চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

শিল্পীদের বস্ত্র বিতরণকালে ডা. শাহাদাত

আকাশ সংস্কৃতির করাল গ্রাসে দেশীয় সংস্কৃতি বিলুপ্তি ঘটছে

২৩ মে, ২০১৯ | ২:১৩ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রকৃত শিল্পীদের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। তারা সরকারি সাহায্য-সহযোগিতা থেকে বঞ্চিত হওয়ার কারণে দেশীয় সংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আকাশ সংস্কৃতির করাল গ্রাসে দেশীয় সংস্কৃতির চরম বিপর্যয় ঘটছে।
তিনি গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে শিল্পী কল্যাণ সমিতির দুস্থ শিল্পীদের মাঝে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দুস্থ শিল্পীদের মাঝে বস্ত্রবিতরণ ও ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে ও বিপ্লব ভট্টচার্যের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনিপর যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, চট্টগ্রাম শিল্পী কল্যাণ সমিতির উপদেষ্টা আব্দুর রহিম। বক্তব্য রাখেন শিল্পী কল্যাণ সমিতির সাবেক সভাপতি চন্দ্র বিশ্বাস চান্দু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ মোহাম্মদ সাইফুদ্দিন, বিশিষ্ট অভিনেতা মোহাম্মদ দিদার, সঙ্গীত পরিচালক মিলন আচার্য্য, সমীরণ চৌধুরী, দেবাশীষ চৌধুরী, দীপক আচার্য্য, মানস পাল প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট