চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিভিন্নস্থানে আয়োজিত ইফতার মাহফিলের আলোচনা সভায় বক্তারা

শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা অপরিসীম

পূর্বকোণ ডেস্ক

২৩ মে, ২০১৯ | ২:১৩ পূর্বাহ্ণ

বিভিন্নস্থানে আয়োজিত পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলের আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমজান মহান আল্লাহর কাছে আত্মনিবেদনের মাস। খোদার সন্তুষ্টি অর্জনের মাস। এ মাসে বেশি বেশি এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নিজেকে উজাড় করে দিতে হবে
বাফা : বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন (বাফা) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী (মিজান)’র সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জোনায়েদ। এতে অন্যদের মধ্যে ছিলেন বাফার সহ-সভাপতি (চট্টগ্রাম) অমিয় শংকর বর্মণ, পরিচালক (বন্দর ও কাস্টামস) খায়রুল আলম সুজন, পরিচালক (এইচআর) আদনান মো. ইকবাল প্রমুখ।
নিষ্ঠা ফাউন্ডেশন : নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে গত ২১ মে সংস্থার কো-চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফর উল্লাহর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এনায়েত বাজারস্থ ফাউন্ডেশনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভায় মুহাম্মদ ওয়াহেদ মুরাদের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ নুর হোসাইন, সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ তৌহিদুল আলম, মুহাম্মদ আসিক ইউসুফ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন মঈনুল ইসলাম রাজু, সুলতানুর রশিদ, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ আজম উদ্দীন, আরজু প্রমুখ।
ইসলামিক ল’য়ার্স কাউন্সিল : ইসলামিক ল’য়ার্স কাউন্সিল চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ল’য়ার্স কাউন্সিল চট্টগ্রাম শাখার সহ-সভাপতি সিনিয়র এডভোকেট মো. শাহ আলম মিয়া। সিনিয়র এডভোকেট শামসুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আনোয়ারুল হক আজহারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সিনিয়র এডভোকেট মো. দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ. এস. এম বদরুল আনোয়ার, সাধারণ সম্পাদক এডভোকেট মো. আইয়ুব খান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ল’য়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মালিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট জহুরুল আলম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট শাহাদাত হোসেন, এডভোকেট মো. কবির হোসাইন, আবুল মোজাফ্ফর প্রমুখ।
চট্টগ্রাম বিজ্ঞান কলেজ : চট্টগ্রাম বিজ্ঞান কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মে চকবাজার ক্যাম্পাসে অধ্যক্ষ ড. জাহেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা কামাল হোসাইন জাফরী। চট্টগ্রাম বিজ্ঞান কলেজের ইংরেজী বিভাগের প্রধান ফরিদ উদ্দীনের সঞ্চালনায় ইফতারপূর্ব খতমে কোরআন পরিচালনা করেন মাওলানা কামাল হোসেন জাফরী। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এতিম শিশুদের উপস্থিতিতে ওয়ালী বেগ খাঁ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা কলিম উল্লাহ এর মুনাজাতের মধ্য দিয়ে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে ‘রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন। রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন রূপায়ন সিটি জামে মসজিদের খতিব শাইফ মুহাম্মদ জামাল উদ্দীন। সভায় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম, এস এম জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা, শাব্বির আহমেদসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ।
আলাভীয়া খেদমত কমিটি : আলাভীয়া খেদমত কমিটি চট্টগ্রামে উদ্যোগে সম্প্রতি স্থানীয় জুবিলী রোডস্থ স¤্রাট টাওয়ার চত্বরে পবিত্র রমজান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খুলশী জামে মসজিদের খতিব মাওলানা মো. শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান মেহমান ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মো. জাহাঙ্গীর হোসাইন চৌধুরী। অতিথি ছিলেন এড. মাহবুবুর রহমান, নগর বাইশ মহল্লার সর্দার হাজী মোহাম্মদ হোসেন, আওয়ামী লীগ নেতা বজল আহমদ। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. সাদেকুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল : জেএসডি কদমতলী থানা শাখার উদ্যোগে গতকাল বুধবার কদমতলী থানাধীন গোয়ালবাড়ী মোড় ব্লু এঞ্জেল স্কুল প্রাঙ্গণে এক ইফতার ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়। ইফতার পুর্ব এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী। রবিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর জেএসডি নেতা হাজী আখতার হোসেন ভূঁইয়া, মো.আলম সরকার, সাগর আহমেদ, তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা : প্রতিষ্ঠানের অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান এর সভাপতিত্বে মাদরাসার শিক্ষক-কর্মচারীদের যৌথ উদ্যোগে গতকাল বুধবার শিক্ষক মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপাধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী, আরবি প্রভাষক মাওলানা আবু তাহের মুহাম্মদ নুরুল আলমসহ সর্বস্তরের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে অধ্যক্ষের মুনাজাতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
ছালেহ্ জহুর ওয়াজেদী (রহ.) দরবার শরীফ : বায়েজিদ শাহ আমানত (রহ.) কমপ্লেক্সস্থ ছালেহ্ জহুর ওয়াজেদী (রহ.) দরবার শরীফে আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে শাহ আমানত হজ্ব কাফেলার সহযোগিতায় মাসব্যাপী বিষয়ভিত্তিক আলোচনা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাদা মুহাম্মদ সাইফুদ্দিন জহুর। বক্তব্য রাখেন আল্লামা ছালেহ জহুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইয়াছিন, ছৈয়দ জালাল উদ্দিন আল-আহজারী, ওমাইর রেজভী, অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম, আল্লামা ছগির আহমদ আলকাদেরী, উপাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, মাওলানা মোক্তার আহমদ রজভী, মাওলানা ইকবাল হোসেন আলকাদেরী, মাওলানা লিয়াকত আলী নোমানী, মাওলানা নূরুন নবী আলকাদেরী, মাওলানা মুহাম্মদ সৈয়দ হাছান মুরাদ কাদেরী, মাওলানা নেজাম উদ্দিন আনোয়ারী, মাওলানা এহসান মোজাদ্দেদী, মাওলানা নূর মুহাম্মদ আলকাদেরী, মাওলানা সেকান্দর হোসাইন আল কাদেরী সহ ওলামাক্বেরাম ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাজী মমতাজ বজল ফাউন্ডেশন : হাজী তছকির আহমদের ব্যক্তিগত উদ্যোগে হাজী মমতাজ বজল ফাউন্ডেশনের মাধ্যমে গতকাল বুধবার নগরীর বহদ্দারহাটস্থ যমুনা স্কয়ারে অসচ্ছল ১২শ’ পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাজী মমতাজ বজল ফাউন্ডেশনের চেয়ারম্যান তছকির আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ,নগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান,মহানগর আওয়ামী লীগ মো. ইসা, নঈম উদ্দিন খান, ফয়সাল বাপ্পী, খোরশেদ আলম। এতে শেখ আহম্মদ, মলির আহম্মদ, দিদারুল আলম, আবু জাফর রিপন, ফরিদ আহমদ, মোরশেদ আলম, ইফতেখার আহমদ, আসিফ হোসেন সিরাজ, টিপু, লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি : সংগঠনের উদ্যোগে দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের আর্থিক সহযোগিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশনায় বন্দর বিভাগে পবিত্র মাহে রমজান উপলক্ষে পুনর্বাসিত মাদক ব্যবসায়ী পরিবারের মাঝে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা। বিশেষ অতিথি ছিলেন দি চিটাগং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এ সময় উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. হামিদুল আলম, এম এ মালেক, আহ্বায়ক, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি চট্টগ্রাম, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি চট্টগ্রাম, অতি. উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পটিয়া আইনজীবি সমিতি : সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। সভাপতি এডভোকেট মো. ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। বক্তব্য রাখেন, পটিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট দীপক কুমার শীল, সাধারণ সম্পাদক অনুপম নাথ, সিনিয়র এডভোকেট শাহজাহান উদ্দিন, এডভোকেট কবিশেখর নাথ,এডভোকেট স্বপন কুমার চৌধুরী, এডভোকেট বদিউল আলম, এডভোকেট মোরশেদুল আলম, পটিয়া আদালত জামে মসজিদের পেশ ইমাম মওলানা মো. হাসান।
বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন : চট্টগ্রামের বৃহত্তর পেশাজীবী সংগঠন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের উদ্যোগে গত মঙ্গলবার বিকেল ৫ টায় নগরীর মোমিন রোড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সীতাকু-, মীরসরাই ও বারইয়ারহাট ইউনিটের আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রাথমিক দন্ত চিকিৎসক কল্যান সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি, ডা. মো. জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মো. জসিম উদ্দিন চৌধুরী, এ.কে এম আবু ইউসুফ, ওসমান জাহাঙ্গীর, রুবেল চন্দ্র ধর, বায়েজিদ, মনির আজাদ, কে. এম ইউছুপ ও আবদুর রাজ্জাক।
সাজিব বড়ুয়া সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মিলন বারিকদার, নোমান উল্লাহ বাহার, পুলক বড়ুয়া, মাছুমা কামাল আঁখি, সুজন গাইন, বিপ্লব চক্রবর্ত্তী, আনিছুর রহমান ফরহাদ, আবদুল্লাহ আল মুরাদ, মো. জিয়াউল হক সোহাগ, প্রদিপ নন্দি, সাইফুল ইসলাম, রাজিব চক্রবর্ত্তী, ইমরান সোহেল, মো. নাছির উদ্দিন, মো. হারুন উর রশিদ, মো. গোলাম রহমান প্রমুখ।
আবু মনসুর স্মৃতি সংসদ : রাঙ্গুনীয়ার আন্নসিকদারপাড়াস্থ আবু মনসুর স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনীয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিরউদ্দিন রিয়াজ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোস্তফা ইকবাল (টিপু)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩নং রাঙ্গুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, সমাজসেবক সিরাজুল ইসলাম, ব্যাংকার মো. নুরুল আলম এবং উত্তর জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবনেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। অনুষ্ঠান শেষে মরহুম আলহাজ¦ আবু মনসুর এর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
রাউজান স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ : রাউজান আর.আর.এ.সি ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের রমজানের তাৎপর্য আলোচনা ইফতার মাহফিল ও মেধা চর্চা প্রকল্পে ২০১৭-১৮ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সনদ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান গত ২১ মে, জুবলী রোড হোটেল টাওয়ার ইন কার্যালয়ে সভাপতি আবু বকর ছিদ্দিকী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা রুমি সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহসানুল হায়দার চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসান, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি ছালামত আলি, অধ্যাপক কাজী শামসুর রহমান, আব্দুস সালাম এফ.সি.এ, ড. সফিকুল ইসলাম চৌধুরী, আলহাজ্ব ইউনুছ মিঞা চৌধুরী, মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম সিদ্দিকি, নোমান বিন তাহের। এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইয়াকুব চৌধুরী হেলাল, বেদারুল ইসলাম, আবুল কালাম শরীফ, এমদাদ হোসেন চৌধুরী, আবু জাফর চৌধুরী, আ স ম ইয়াছিন মাহমুদ, যুগ্ম সম্পাদক ফোরকান উদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আছিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী। ইফতার মাহফিলে বক্তারা বলেন, সুষ্ঠু ভাবে যাকাত বন্টন হলে দেশে দরিদ্র থাকবে না, রমজান মুসলমানদেরকে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। মেধা চর্চা প্রকল্পের ২০১৭-১৮ সালের ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
হযরত খলিল শাহর মাজার : চন্দনাইশ উপজেলার হাছনদ-ী হযরত খলিল শাহ (র.) মাজারে ইফতার মাহফিল গত ২০ মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফিজুর রহমান। অতিথি ছিলেন নজরুল ইসলাম, শের আহমদ, যুবলীগ নেতা মাহবুবুল আলম বাবুল, মাওলানা ইদ্রিছ বেলালী, মোস্তাক আহমদ, হাফেজ রফিক। মুনাজাত পরিচালনা করেন দরবারে ফারুকীর খলিফা আলহাজ মাওলানা মুহাম্মদ মুজহেরুল কাদের।
কক্সবাজার সাইক্লিং ক্লাব : কক্সবাজার সাইক্লিং ক্লাব-৭১ এর দোয়া ও ইফতার মাহফিলঅনুষ্ঠিত হয়েছে।
সিলভার সাইনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান। ক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ক্লাব সভাপতি ক্রীড়া সাংবাদিক রফিকুল ইসলাম সোহেলের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উশু ফাউন্ডেশনের চেয়ারম্যান দিল মোহাম্মদ রোস্তম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, কক্সবাজার পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা মো: খোরশেদ আলম, জেলা সৈনিক লীগ সভাপতি তৈয়ব উল্লাাহ মাতব্বর, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী, মানবাধিকার সংগঠকএস. এম ছৈয়দ উল্লাহ আজাদ ও সাংবাদিক সংসদ কক্সবাজার সদস্য, কক্স-মিডিয়া অপারেটাস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মীর মোশাররফ হোসেন প্রমুখ।
খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি : চকরিয়ার খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির উদ্যোগে গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে স্থানীয় ৫২টি হতদরিদ্র পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি নুর মুহাম্মদ। সাংগঠনিক সম্পাদক আইয়ুব উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইমরুল কায়েস, আব্দুল্লাহ আল মুরাদ, ওমর ফারুক ইমন, মুহাম্মদ আকিত, হোসেন রাজু, আকমল উদ্দিন, ওবায়দুল হাকিম, আলী আজম প্রমুখ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন : সংগঠনের নগর শাখার উদ্যোগে শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
নগর সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের খান এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী এস এম লুৎফর রহমানের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মহানগরী আমির মো. শাহজাহান।মাহফিলে আরো উপস্থিত ছিলেন সদর অঞ্চল সভাপতি মকবুল আহমদ, শ্রমিক নেতা কামাল উদ্দিন আহমদ, রফিকুল আলম, মাওলানা জাহাঙ্গীর আলমসহ নগরীর বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট