চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলছে পিকনিক উৎসব

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৫৯ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) চলছে পিকনিক উৎসব। বছর জুড়ে ক্লাস পরীক্ষা। ব্যস্তময় ক্যাম্পাস জীবনে তাই বন্ধুরা মিলে একটু প্রাণখুলে কথা বলার জন্য ছিল শুধুই অপেক্ষা।
সিআইইউর স্কুল ও ক্লাবগুলো গত একমাস ধরে ঘুরে বেড়িয়েছে মনের আনন্দে। কেউ কেউ পাহাড়ি উঁচু-নিচু, আঁকাবাঁকা সড়ক আর সবুজের পথ ধরে, কেউবা সমুদ্র দেবীর কাছে। হয়েছে হই-হুল্লোড়। গান, র‌্যাফেল ড্র….. কতো কী!
জানতে চাইলে পিকনিক আয়োজনের আহ্বায়ক প্রভাষক তামান্না বিনতে জামান বলেন, বিজনেস স্কুলের ছাত্র-শিক্ষকরা সবাই যেনো একটি পরিবার। তবে কেবল সাগর দেবী নয়, পাহাড় কন্যার সাথেও আনন্দ ভাগাভাগি করেছেন সিআইইউর আরও দুটি স্কুলের শিক্ষার্থীরা। স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস এর ছাত্র-শিক্ষকরা ঘুরে এসেছেন রাঙামাটি। সময় কাটিয়েছেন মেঘের রাজ্যে।
জানতে চাইলে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুল আসপিয়া বলেন, খুব সকালে বেড়িয়ে পড়েছিলাম আমরা। রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য্য আমাদের মুগ্ধ করেছে।
সিআইইউর স্কুল অব ল’র ছাত্র-ছাত্রীরা পিকনিক আয়োজনে এবার গিয়েছিলেন বান্দরবানে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট