চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাংলা সাহিত্যে লোকজ ভাষা সম্মেলনে কবি মুহাম্মদ নুরুল হুদা

বাংলা ভাষা সমৃদ্ধিতে লোক সংস্কৃতির অবদান অনস্বীকার্য

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৫৯ পূর্বাহ্ণ

চসিক আয়োজিত মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বইমেলা চট্টগ্রাম’র ১৬তম দিনে বাংলা সাহিত্যে লোকজ ভাষা শীর্ষক সভা অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়–য়ার সভাপতিত্বে গতকাল ২৬ ফেব্রুয়ারি বিকাল ৫টায় অমর একুশে বইমেলা মঞ্চে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউট এর সাবেক পরিচালক একুশে পদপ্রাপ্ত জাতি সত্ত্বার কবি মুহাম্মদ নুরুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ফাহিম উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আব্দুল হালিম দোভাষ। এতে দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন খ্যাতিমান সংগীত শিল্পী কল্যাণী ঘোষ, গীতা আচার্য, ¯িœগ্ধা দাশগুপ্তা, অনামিকা মনি, দলীয় নৃত্য পরিবেশন করেন সুরাঙ্গ বিদ্যাপিঠ, দলীয় সংগীত পরিবেশন করেন সিটি কর্পোরেশন পাঠানটুলি খান সাহেব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিল্পীরা, পাঠানটুলি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিল্পীরা একক নৃত্য পরিবেশন করেন সম্প্রীতি বড়–য়া, অন্তরা, প্রাচী চৌধুরী। সভায় প্রধান অতিথি বলেন, বাংলা ভাষা সমৃদ্ধিতে লোক সংস্কৃতির অবদান অনস্বীকার্য। বাংলা ভাষার হাজার বছরের ঐতিহ্যে লোকজ সাহিত্য ব্যাপক ভূমিকা রেখেছে। বিশেষ করে অঞ্চলের ভাষা সমূহ আমাদের বাংলা ভাষার নানান তথ্য ও উপাত্ত দিয়ে আমাদেরকে সহায়তা করেছে। বাংলা ভাষায় লোকজ সাহিত্যে পুঁথি বিশারদ আব্দুল করিম সাহিত্য বিশারদের অবদান আমাদের বাংলা সাহিত্যের ভা-ারকে উজ্জ্বলতর করেছে।

আজ ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টায় চট্টগ্রামে অমর একুশে বই মেলা মঞ্চে বাংলা সাহিত্যে প্রকৃতি শীর্ষক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতিমান কথা সাহিত্যিক বিপ্রদাশ বড়–য়া।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট