চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২০ ও ২১ মার্চ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-যুব এর উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ২০ ও ২১ মার্চ নগরীর কাতালগঞ্জস্থ নব প-িত বিহার মিলনায়তনে অনুষ্ঠিতহবে। অনুষ্ঠেয় এ প্রতিযোগিতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত থাকবে।‘ক’ ‘খ’ ও ‘গ’ মোট তিনটি বিভাগে প্রতিযোগিতার বিষয়সমূহের মধ্যে রয়েছে উচ্চাঙ্গ সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, দেশাত্মবোধক, আধুনিক গান, ছড়া গান, পল্লীগীতি, বৌদ্ধ কীর্তন, সাধারণ নৃত্য, আবৃত্তি ও চিত্রাংকন। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৪টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। নির্ধারিত স্থান থেকে আবেদন ফরম সংগ্রহ ও পূরণ সাপেক্ষে আগামী ১২ মার্চের মধ্যে জমা দিতে হবে। আবেদন ফরম প্রাপ্তি ও জমা দেয়ার স্থান : (১) কৃষ্টি প্রচার সংঘ যুব প্রধান কার্যালয়- ১৫ কাতালগঞ্জ। (২) ভিক্ষু তণহংকর, নব প-িত বিহার। (৩) অমিতাভ প্রকাশন- ৬ জুবিলী রোড। (৪) চন্দ্রিমা মেডিকো, মোমিন রোড। (৫) মুদিতা মেটালিক, ৪০ মোমিন রোড, চেরাগী পাহাড়। (৬) সীবলী স্টোর, বড়–য়া গলির মুখে, হেমসেন লেইন। (৭) প্রয়াস কম্পিউটার- রহিম ম্যানশন, আন্দরকিল্লা। (৮) হোমিও বিধান- মোগলটুলী বড়–য়াপাড়া, নাজিরপুল। (৯) করুণানন্দ ভিক্ষু- রামদাশ বিহার, হোয়ারাপাড়া, রাউজান। (১০) মৈত্রী সংঘ- বাহির সিগন্যাল, চান্দগাঁও বড়–য়াপাড়া। (১১) রাহুলানন্দ ভিক্ষু- মহামুনি মহাবিহার, রাউজান। (১২) হীরাধন বড়–য়া- আবুরখীল অজন্তা বিহার, আবুরখীল। (১৩) রাজীব বড়–য়া- শাকপুরা ধর্ম্মানন্দ বিহার, বোয়ালখালী। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট