চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজিসি ভার্সিটির ব্যবসায় অনুষদের বিএসএস’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৫৫ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদের বিজনেস স্টুডেন্ট সোসাইটি (বিএসএস) এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর রনজিৎ কুমারের সভাপতিতে গতকাল বিজিসি বিদ্যানগরস্থ বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, সম্মানিত অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আফরিন আহমদ হাসনাইন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর আ ন ম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার। স্বাগত বক্তব্য রাখেন বিবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন, এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন, বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন এমরান আহমদ তামীম।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী বলেন, দেশ এবং মানুষের সেবা করতে হলে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। দক্ষ জনশক্তি পারে একটি দেশকে বদলে দিতে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশ মাতৃকার প্রতি তার যে অঙ্গীকার সেটি বাস্তবায়নের চেষ্টা করেছেন।
ব্যবসায় প্রশাসন অনুষদের ছাত্র সুনয়না বড়–য়া এবং হায়াতের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট