চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুফতি মুহাম্মদ শাফীর (রাহ.) জীবন ও অবদান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি. কর্তৃক প্রকাশিত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নেজাম উদ্দীন লিখিত গবেষণা ধর্মী বই মুফতি মুহাম্মদ শাফী রাহ. জীবন ও অবদান শীর্ষক গ্রন্থের গতকাল বুধবার মোড়ক উন্মোচন করা হয়েছে। জিমনেশিয়াম মাঠে অমর একুশের বই মেলার মোড়ক উন্মোচন মঞ্চে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাজাআত উল্লাহ বইটির মোড়ক উন্মোচন করেন।
তিনি বলেন, ড. নেজাম উদ্দীন একজন প্রতিভাধর লেখক ও গবেষক। উনার লিখিত বইটি উপমহাদেশের খ্যাতনামা আলিম, তাফসীরে মা‘রিফুল কুরআনের রচয়িতা মুফতি মুহাম্মদ শাফী রাহ. এর জীবন ও অবদান শীর্ষক একটি প্রমাণ্য রচনা। বইটি শিকড় সন্ধানী জ্ঞান পিপাসু পাঠকদের তৃষ্ণা নিবারণে সক্ষম হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেখক ড. মুহাম্মদ নেজাম উদ্দীন, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটির সহ-সভাপতি আমির হোছাইন, আবদুল গফফার, মুহাম্মদ উল্লাহ, মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, মুহাম্মদ রফিক প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট