চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাংবাদিকরা ছিলেন আমাদের সাহস প্রেরণার উৎস : ব্যারিস্টার মনোয়ার

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের উন্নয়নে নাগরিক আন্দোলনে জনগণের অভূতপূর্ব সাড়ার পাশাপাশি সাংবাদিক সমাজের গুরত্বপূর্ণ সহযোগিতা এবং অবদানের কথা শ্রদ্ধার সাথে উচ্চারণ করলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক ব্যারিস্টার মনোয়ার হোসেন। ১৯৮০ এর দশকে ও পরবর্তীতে চট্টগ্রামের কীর্তিমান সাংবাদিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, তাঁরা ছিলেন আমাদের সাহস প্রেরণার উৎস।
গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে নগরীর এক রেস্তোরায় চট্টগ্রামের সাংবাদিকদের সাথে সৌজন্য আড্ডায় ব্যারিস্টার মনোয়ার হোসেন এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন ফরম নেয়া প্রসঙ্গে ব্যারিস্টার মনোয়ার বলেন, ছাত্ররাজনীতির মধ্য দিয়ে আমার রাজনীতির অগ্রগতি অভিযাত্রা শুরু। কেন্দ্রীয় ছাত্ররাজনীতিতে নেতৃত্ব দিয়েছি।

দীর্ঘসময় ধরে লন্ডনে প্র্যাকটিসিন ব্যারিস্টার হিসেবে কাজ করে পাশাপাশি স্বদেশে সমাজ উন্নয়নমূলক কর্মকা-ে নিজেকে নিয়োজিত রেখেছি। সামাজিক কর্মকা-ে ভূমিকা রেখেছি। শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দিতেন তবে সবচেয়ে বেশী সেক্রিফাইজ করতে হতো আমাকে। কারণ বিদেশে রুটিরুজির জায়গাটি তথা আইনপেশা বাদ দিয়েই আমাকে দেশে দায়িত্ব পালন করতে হতো। চট্টগ্রাম উন্নয়নে এবং দেশের স্বার্থে যে কোন ঝুঁকি গ্রহণে আমি আপোষ ছিলাম, আছি, থাকবো। চট্টগ্রামের নতুন মেয়রপ্রার্থীকে অভিবাদন জানিয়ে বলেন, চট্টগ্রামের উন্নয়নে চট্টগ্রামবাসীর যৌক্তিক স্বার্থে চট্টগ্রাম নাগরিক ফোরাম তার সাথে থাকবে। এসময় আলোচনায় অংশ নেন শিল্পী শাহরিয়ার খালেদ, হাসিনা জাফর, ক্রীড়াবিদ এস এম, শহিদুল ইসলাম, সাংবাদিকবৃন্দ যথাক্রমে জসিম উদ্দীন চৌধুরী সবুজ, রিয়াজ হায়দার চৌধুরী, হাসান ফেরদৌস এজাজ ইউসূফী, শামসুল হক হায়দরী, ওমর কায়সার, মোস্তাক আহমেদ, প্রিতম দাশ, আলমগীর অপু, আসিফ সিরাজ, শওকত বাঙালি, শহিদুল্লাহ শাহরিয়ার, ইফতেখারুল ইসলাম, হামিদ উল্লাহ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট