চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মুক্তিযুদ্ধের প্রজন্মের সভায় বক্তারা

৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণার হাইকোর্টের আদেশ ঐতিহাসিক

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৪৩ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের সভায় বক্তারা বলেছেন, একাত্তরের ৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া কালজয়ী ভাষণের দিনকে জাতীয় দিবস ঘোষণার হাইকোর্টের আদেশ ঐতিহাসিক। এই আদেশের মধ্য দিয়ে জাতির দীর্ঘদিনের একটি আকাক্সক্ষা পুরণ হয়েছে। চট্টগ্রাম সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আজ থেকে দু’বছর পূর্বে থেকে এই দাবিতে চট্টগ্রামে সভা, মিছিল ও রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ সহ নানা কর্মসূচি পালন করে আসছে। তাই এই সময়টি আমাদের জন্য আনন্দ ও গৌরবের। মহামান্য হাইকোর্ট এই আদেশ প্রদানের মধ্যদিয়ে জাতির জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত প্রদান করেছেন। গতকাল বুধবার সংগঠনের সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেছেন। সংগঠনের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরাম নেতা মুক্তিযোদ্ধা গৌরি শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা খায়ের আহমেদ, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা অশ্বিনী কুমার নাথ, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক খান, দপ্তর সম্পাদক নুরুল হুদা চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক সুপ্রিয় দাশ অপু, মুক্তিযুদ্ধের প্রজন্মের চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর সভাপতি রাজীব চন্দ, জেলা সাধারণ সম্পাদক দীপন দাশ, সহসভাপতি ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, সাংগঠনিক সম্পাদক এম.এ হাসান, সম্পাদক মন্ডলীর সদস্য নবী হোসেন সালাউদ্দিন, এডভোকেট সৈকত দাশগুপ্ত, ভাস্কর দেব, ইমরান মুন্না, খালেদুজ্জামান প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট