চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উচ্ছেদ অভিযান সাময়িক জঞ্জালমুক্ত বোয়ালখালী সদর

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:০৫ পূর্বাহ্ণ

বোয়ালখালী সদরে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলাতে সদ্য যোগ দেয়া সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী। উচ্ছেদের খবরে দ্রুতই সাময়িকভাবে জঞ্জালমুক্ত হয় উপজেলা সদরের মূল সড়কটি।

আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ ও পৌরসভার সামনে মূল সড়ক ও আশেপাশের সড়কে পৌরসভার সহযোগিতায় অবৈধভাবে গড়ে উঠা ফুটপাতের দোকান, ভ্যানগাড়িসহ বিভিন্ন ফলের দোকান উচ্ছেদ করা হয়। এ সময় আদালত দখলকারী মো. স¤্রাট, প্রবীর সেন, মো. সাকিল, মো. মনির, মো. জাকের ও মো. রুবেল আর্থিক জরিমানা করে। এছাড়া পৌরসদরের দরফপাড়ার মৃত আহমদ উল্লাহর ছেলে মো. আইয়ুবকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।

উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তবে তারা জানান, এ ধরনের অভিযান বারবার করা হলেও কয়েকদিন পর ফের ফুটপাত দখল করে নেয় দখলকারীরা। তারা স্থানীয় কয়েক নেতা ও প্রশাসনের কয়েকজনকে ম্যানেজ করে এ কাজটি করে বলে দাবি তাদের।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট