চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইসলামী মহাসম্মেলনে এমপি কমল

হযরত মুহাম্মদ (স.) হচ্ছেন পৃথিবীর প্রথম রাষ্ট্রবিজ্ঞানী

নিজস্ব সংবাদদাতা, রামু

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:০১ পূর্বাহ্ণ

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) হচ্ছেন পৃথিবীর প্রথম রাষ্ট্রবিজ্ঞানী। আজকের পৃথিবীতে যে রাষ্ট্র গঠন হচ্ছে, সেই রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধান হচ্ছে, তা মহানবী হযরত মুহাম্মদ (স.) এর শিক্ষার অনুসরণেই হচ্ছে।

রামুতে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইসলামী সম্মেলন পরিষদ রামুর ব্যবস্থাপনায় স্থানীয় স্টেডিয়ামে আয়োজিত মহাসম্মেলনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন মুফতি মোরশেদুল আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ মুসলিম, মাওলানা মুহাম্মদ তৈয়ব, মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, মাওলানা হাফেজ শামসুল হক। প্রধান বক্তা ছিলেন আল্লামা হাফিজুর রহমান ছিদ্দীক। তিনি বলেন, কুরআন-সুন্নাহর বিধানের যথার্থ বাস্তবায়নের মধ্যদিয়ে প্রকৃত মুসলমানিত্বের পরিচয় দিতে হবে। সকল বিদ্বেষ-প্রতিহিংসা পরিহার করে সুদৃঢ় ঐক্য স্থাপন করতে হবে। সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন ড. আ.ফ.ম খালিদ হোসেন, মাওলানা আবু তাহের নদভী, মুফতি কিফায়ত উল্লাহ শফিক, মাওলানা ছৈয়দ আলম আরমানী, মাওলানা নুরুল ইসলাম সাদেক, মাওলানা আব্দুল খালেক নিজামী, মাওলানা আলী হায়দার গাজিপুরী, মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির। সম্মেলন সঞ্চালনায় ছিলেন এস. মোহাম্মদ হোসেন, মুফতি কামাল হোসাইন, মাওলানা কাজী এরশাদুল্লাহ। বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে মহাসম্মেলন সম্পন্ন হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট