চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সভায় বক্তারা

একুশ বাঙালি জাতিসত্তার মূল অনুপ্রেরণা

মফস্বল ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:০১ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রভাতফেরী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতিসত্তার মূল অনুপ্রেরণা ১৯৫২-এর একুশ ফেব্রুয়ারি। ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ সবকিছুই একুশের অনুপ্রেরণায় পাওয়া। আমাদের এই শক্তিকে ভুলে গেলে চলবে না। একুশের চেতনা বাঙালি জাতির চলার পথে পাথেয়।
পটিয়া উপজেলা আওয়ামী লীগ: একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী, ইউএনও ফারহানা জাহান উপমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল-হারুন, আবু সালেহ চৌধুরী, এম এজাজ চৌধুরী, এড. বেলাল উদ্দিন প্রমুখ।
ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়: বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান শিক্ষক আলী নাসের চৌধুরীর সভাপতিত্বে। সাজিয়া আফরিন কোহেলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মো. আবুল কদর। বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য জানে আলম, হাজী মো. হেলাল, কাজী শওকত আকবর, আবু তাহের, জিয়া আমানত নয়ন, ঝুমা খানম সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসেন মোড়ল, চৌধুরী মো. জসীম, শফিউল আজম, মাওলানা সাইফুল আলম, শিখা রাণী দেবী, শওকতের রহমান, রিমন মুহুরী, সাজিয়া আরফিন, আজিজুল হক, দিদারুল আলম, আমেনা খাতুন, আতিকুল ইসলাম, পুতুল রানী নাথ, ফিরোজ আলম, ছোটন সেন, কানিজ ফাতেমা প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী বই প্রদান করা হয়।
পটিয়া উপজেলা যুবলীগ: উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির, মাস্টার রিটন নাথ, সদস্য মোহাম্মদ ফোরকান, আবুল হাসনাত ফয়সাল, মো. দিদারুল আলাম, শাহ আলম মেম্বার, এমদাদুল হক, এনাম মজুমদার, হারুন মাস্টার, সৈয়দ জাবেদ সরওয়ার, শীতল তালুকদার, ইয়ার মো. বুলু, রবিউল আলম ছোটন, শাহা আজিজ, শিমুল দে, রহিম উদ্দিন পিপলু, মহিউদ্দিন,কামাল, রণধীর, ফয়সাল আহমেদ জনি, মো. আলমগীর, আবুল কাশেম আকাশ, মাহফুজ, ফরিদুল আলম টুটুল, এস্কান্দার, এসপি কামাল, মফিজ, মো. রুবেল, নুরুল ইসলাম, হুমায়ুন, দিদারুল ইসলাম, আলমগীর চৌধুরী প্রমুখ।
আধুনগর উচ্চ বিদ্যালয়: লোহাগাড়াস্থ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। সকাল ৮টায় সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রভাতফেরি আধুনগর খাঁনহাটসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্টুডেন্ট কেবিনেট ও সততা সংঘের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহকারী প্রধান শিক্ষক ফরিদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আহমদর রহমান ও দোলন কান্তি দাশ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সভাপতি ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ: যুবলীগ, ছাত্রলীগের সঙ্গে যৌথ উদ্যোগে শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. ফৌজুল কবির কুমার, আ. লীগ নেতা কালাম সওদাগর, আশরাফুল আলম শামীম, মো. হাবিব, জুলন দত্ত, ডা. হারাধন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো. তাজুল ইসলাম, সহ-সভাপতি মুবিনুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ, আবু তাহের, টিটু দেব, রতন দেব, ইদ্রিস মুন্সি, শেখ জামিরুল ইসলাম, মো. বুলবল, সোহেল মুরাদ, মো. ইসকান্দর, সাইদুল হক, মামুন, সাজ্জাদ, তপন, জুয়েল, রাজন, জুয়েল, জিতু বিশ্বাস, বাবু, রিফাত, পারভেল, রনি, রানা প্রমুখ।
চাঁনপুর মাদ্রাসা: বাঁশখালীস্থ মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ হাফেজ আহমদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম। বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদ সদস্য নুরুল হোসেন লিটু, ছৈয়দুল হক, মেম্বার সিরাজুল হক, মৌলানা ইব্রাহিম রহমানি, মহিউদ্দিন, আহমদ কবীর, নুপুর কান্তি দাশ, মোরশেদুল হক চৌধুরী, নিজাম উদ্দীন, মনছুর উদ্দীন, জিয়াদ সিকদার প্রমুখ।
কক্সবাজার সরকারি কলেজ : কক্সবাজারস্থ কলেজে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে কলেজে একুশের অনুষ্ঠান শুরু হয়। সকাল ৯টায় প্রভাতফেরি শেষে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজ প্রশাসন, অনার্স বিভাগসমূহ, কলেজের অফিস কর্মকর্তা, ছাত্রীনিবাস, বিএনসিসি সেনা ও নৌ, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ ছাত্র-ছাত্রীরা। সকাল ১০টায় প্রশাসনিক ভবন- ২০৪ নং কক্ষে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ পালন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং ইতিহাস বিভাগের প্রভাষক নুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. নিজাম উদ্দীন ফারুকী। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম ও শিক্ষক পরিষদ সম্পাদক মফিদুল আলম। শিক্ষকের পক্ষে বক্তব্য রাখেন পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শফিউল আলম, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রাধু বড়–য়া চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. হাসানুল ফরহাদ এবং দর্শন বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষের ছাত্র সাখাওয়াত হোসেন।
মামুর খাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় : আনোয়ারাস্থ বিদ্যালয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে র‌্যালি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণশেষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা তন্দ্রা রুদ্র, এ্যানি রুদ্র, ফারজানা শিরিন, নাঈমা শারমিন, সমাজসেবক নেপাল আইচ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট