চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খুনের মামলায় খাগড়াছড়িতে একজনের  যাবজ্জীবন

শাশুড়িকে হত্যা, পূত্রবধূর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২০ | ১০:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামে শাশুড়িকে হত্যার দায়ে তূর্ণা দাশ নামের এক পুত্রবধূকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডও প্রদান করে। পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. গোলাম কবির আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ রায় দেন।

 

আদালত সূত্র জানায়, বাঁশখালী উপজেলার সাধনপুরে পারিবারিক কলহের জেরে ২০১৬ সালের ১৫ মে রাতে ঘুমের মধ্যে শাশুড়ি বিজয়া দাশকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন ওই পুত্রবধূ। এই ঘটনায় নিহতের ছোট ছেলে গৌতম দাশ বাদি হয়ে তাঁর বড় ভাইয়ের স্ত্রী তূর্ণাকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ তূর্ণাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত বুধবার রায় দেন।

 

সরকারি কৌঁসুলি অনুপ বড়ুয়া বলেন, আদালত আসামি তূর্ণার উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট