চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মাহাথিরের সাথে সাক্ষাত করলেন সুফি মিজানুর

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৯:৪৬ অপরাহ্ণ

সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি একুশে পদকে ভূষিত হয়েছেন পিএইচপি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। এরইমধ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা এ শিল্পোদ্যোক্তা সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে।

ছেলে ইকবাল হোসেন চৌধুরীকে সঙ্গে নিয়ে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রবীণ এ রাজনীতিবিদের সঙ্গে সাক্ষাৎ করেন সুফি মিজানুর রহমান। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একুশে পদক গ্রহণ করেন।

প্রজ্ঞাময় ও দূরদৃষ্টি সম্পন্ন সফল শিল্পোদ্যোক্তা হিসেবে দেশীয় শিল্পে অবদান রাখার পাশাপাশি সমাজসেবায় ব্যক্তিগতভাবে অনেকখানিই সক্রিয়। আর এ কারণে ইতিপূর্বে তিনি ভূষিত হয়েছেন ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’, ‘প্রাইড অব চিটাগং’, ‘করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি এওয়ার্ড’, ‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক এওয়ার্ড’র মতো অসংখ্য পুরস্কারে।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট