চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিভিন্ন স্থানে ইফতার মাহফিলে বক্তারা

রোজা ও কোরআন রোজ কিয়ামতে মুমিনের রক্ষাকবচ

মফস্বল ডেস্ক

২৩ মে, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

মাহে রমজান উপলক্ষে উপজেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। আয়োজিত মাহফিলে বক্তারা বলেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে।
গাউছিয়া কমিটি রাঙামাটি: নিজস্ব সংবাদদাতা জানান, জেলা কমিটির উদ্যোগে গেয়ারবী শরীফ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। তৈয়বিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া কমপ্লেক্সে আয়োজিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জেলা গাউছিয়া কমিটির সদস্য সচিব আবু সৈয়দ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহী শিকদার। জেলা গাউছিয়া কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল-কাদেরীর পরিচালনায় বক্তব্য রাখেন তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আখতার হোসেন চৌধুরী, বনরূপা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সুলতান মাহমুদ ও মাওলানা হাসান। উপস্থিত ছিলেন জেলা গাউছিয়া কমিটির সদস্য মুছা, আবদুল করিম খান, জসীম উদ্দিন ও নাছির উদ্দিন। সভাশেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গাউছিয়া কমিটি ৮ নং কদলপুর ইউনিয়ন: নিজস্ব সংবাদদাতা জানান, রাউজানস্থ সংগঠনের ব্যবস্থাপনায় সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত ১৮ মে। কদলপুর খানকা-এ কাদেরিয়া ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া কমপ্লেক্সে কমিটির সভাপতি আল্লামা ইলিয়াস নূরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওয়াজদিয়া আলিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস ওস্তাজুল ওলামা মাওলানা ছৈয়দ মফিজুল হক আলকাদেরী ও আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন ইউ.এ.ই কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি মাওলানা ছৈয়্যদ বেলাল। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি উপজেলা উত্তর শাখার সহ-সভাপতি শাহাজাদা আসাদুল্লাহ। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কাজী খোরশেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা জালাল উদ্দিন আলকাদেরী, মাওলানা এমরান হোসেন মাছুম, মাওলানা রুহুল আমিন, মাওলানা আবু ছৈয়্যদ, আব্দুস সবুর, আইয়ুব আলি, রবিউল হোসাইন সুমন, আব্দুল জলিল, কাজী আবুল হাসান হারকানী, আরমান উদ্দিন শাহ, ইদ্রিস মিয়া, মাওলানা হামিদুল ইসলাম, আনিসুল ইসলাম চৌধুরী, রবিউল আলম, আরিফুল ইসলাম, আব্দুস সাত্তার, জামশেদ ও আনছার।
রোয়াংছড়ি উপজেলা প্রশাসন: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২০ মে। নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। সম্মানিত অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা, রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাসুদ, বান্দরবান সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মুহুরী, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, রোয়াংছড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেরী রোয়াল থাং লিয়ান বুইতিং, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, মন্ত্রী প্রতিনিধি নেইতন বুইতিং, আব্দুল্লাহ, তানজির আজাদ, আবু ছালে সরকার ও নুরনবী।
বন্ধুমহল হেল্প ফাউন্ডেশন রাঙ্গুনিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, উত্তর রাঙ্গুনিয়াস্থ সংগঠনের উদ্যোগে গরিব অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যবৃন্দ নিজেদের অর্থায়নে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন গরীব-অসহায় মানুষের ঘরে ঘরে। সংগঠনের সভাপতি সুজনের নেতৃত্বে সাধারণ সম্পাদক ইমরান, কোষাধাক্ষ রুবেল ও সিনিয়র সদস্য মো. আলীসহ সংগঠনের ১৪ সদস্যের গত ১৭ মে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এসব ইফতারসামগ্রী উত্তর রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর, সোনারগাঁও, গলাচিপা, বলীর বাড়ি, ছাদেকের পাড়াসহ বিভিন্ন স্থানে প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে পৌঁছে দেন।
ইসলামী আন্দোলন দক্ষিণ জেলা: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে বাঁশখালী পৌর সদরের কুটুমবাড়ি হলরুমে আলেম-উলামা, পেশাজীবী, শিক্ষাবিদ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত ২০ মে। সংগঠনের দক্ষিণ জেলা সভাপতি শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম। বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. বেলাল নুর আজিজী, জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস আল্লামা ফরিদ আহমদ আনসারী, মুহাদ্দিস আল্লামা মুজিবুর রহমান, ইসলামী আন্দোলন নেতা মাওলানা নুরুল আলম তালুকদার, জেলা সেক্রেটারি মাওলানা জসিম উদ্দীন, মাওলানা গিয়াস উদ্দীন আল মাহমুদ, মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, মাওলানা আলমগীর ইসলামাবাদী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা নছিম, মাওলানা জসিম উদ্দীন মিসবাহ, মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা মোবারক হোসাইন আসিফ, মাওলানা মাহামুদুল ইসলাম প্রমুখ।
সৈয়দবাড়ি ঐক্য সংঘ: রাঙ্গুনিয়ার সংবাদদাতা জানান, সংগঠনের আয়োজনে থানা সদরের সোহাগ কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১৮ মে। প্রবীণ শিক্ষক নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ। বিশেষ অতিথি ছিলেন সৈয়দবাড়ি মানবাধিকার কমিশনের সভাপতি মাহাবুবুল আলম সিকদার, সৈয়দবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য সাজ্জাতুল ইসলাম হীরা, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আববাস হোসাইন আফতাব, মাওলানা সেকান্দর হোসেন ও কামাল হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সাইদুল আলম ননি, নাছির উদ্দিন সাইদ, সোহেল, নেজাম, মুন্না, ইমরান, রিপন সিহাব, জুয়েল, ইমন, সজীব, রুবেল, বাবুন, মহন, মামুন, হৃদয়, নয়ন, পারভেছ, সাকিল, সবুজ, আরমান, মুন্না, ইয়াছিন, মুজাহের, রাজন, আলামিন ও আবু জাহেদ।
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক চন্দ্রঘোনা: রাঙ্গুনিয়ার সংবাদদাতা জানান, দোভাষী বাজার শাখা ব্যাংকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২০ মে। ব্যাংকের ব্যবস্থাপক এস এম কপিল উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা তৈয়্যবীয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল ইসলাম, সহ-সভাপতি সুধীর ধর, মোজাহের আলী, ব্যাংকার আব্দুল কাইয়ুম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট