চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ওমরগণি এমইএস কলেজে পিঠা উৎসব

২৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:২৬ পূর্বাহ্ণ

গ্রাম-বাংলার মানুষের চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতিকে স্মরণে রেখে ‘ফাগুনের হাওয়ায়, বসন্তের ছোঁয়ায়’ শিরোনামে গত সোমবার চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘পিঠা উৎসব-১৪২৬’। একদিকে হরেক রকমের বাহারী ও রসালো পিঠার সমাহার ছিল উৎসবে, অন্যদিকে চলছিলো বসন্ত উদ্যাপনে শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম। এতে বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন, এনায়েত বাজার মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সোহানা শারমিন এবং খোদেজা পারভীন সুরভী প্রমুখ। এছাড়াও অত্র কলেজের শিক্ষক বাহার উদ্দিন মো. জোবায়ের, খোরশেদ আলম, জান্নাতুন নাঈম, আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী, জেসমিন আক্তার, মো. নবী হোসেন, আয়েশা বেগম, আমেনা আক্তার, সুমন কান্তি দাশ, কাজী খায়রুন্নেছা, নুসরাত জাহান ডায়না, সামিয়া তারান্মুুম প্রমুখ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলম তাঁর বক্তব্যে বলেন, ‘বাঙালির অনেক উৎসবের মতোই পিঠা উৎসব সুপ্রাচীন কালের। নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার পরিচিতি তুলে ধরতেই এই আয়োজন।’ সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক নন্দিতা বড়–য়া, বাংলা ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নীলিমা ও সৌরভ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট