চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সচেতনতামূলক সভা

ফের বন্যহাতির তা-ব বোয়ালখালীর লোকালয়ে

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:১২ পূর্বাহ্ণ

উপজেলার জ্যৈষ্ঠপুরা শেখপাড়াতে গত রবিবার গভীর রাতে ফের বন্যহাতি তা-ব চালিয়েছে। এ সময় শীতকালীন ফসল, দোকানঘর, কাচারিঘর ভেঙে তছনছ করে হাতির দল।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম পূর্বকোণকে জানান, রবিবার রাত ৩টার দিকে বন্যহাতির দল দীর্ঘ প্রায় তিনমাস পর ফের জ্যৈষ্ঠপুরার শেখপাড়ায় তা-ব চালায়। এতে মোস্তান সওদাগরের চায়ের দোকান, শহীদের দোকান ভেঙ্গে দেয়। এছাড়া শেখপাড়ার একাধিক কৃষকের শীতকালীন ক্ষেতের ক্ষতি করে। এতে রাতভর হাতি আতংকে কাটে স্থানীয়দের। ভোরে হাতির দলটি ফের পাহাড়ে ফিরে যায়।

এদিকে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে স্থানীয়দের সচেতন করতে ২৪ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে বন্যপ্রাণি ব্য্স্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম। স্থানীয় গোলককানুন বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মোকারম। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ, জীব বৈচিত্র্য কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য, রেঞ্জ কর্মকর্তা মনজুরুল আলম, স্থানীয়দের মাঝে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, মো. ইব্রাহিম, সমাজসেবক মোজাম্মেল হক, ইউনুছ আজম প্রমুখ।

এদিকে গত বছরের ২৩নভেম্বর উপজেলায় বন্যহাতির আক্রমনে তিনজন নিহত এবং ব্যাপক ফসল, গবাধিপশু ও সম্পদহানির প্রত্যেকের তালিকা করা হলেও এখনও অধিকাংশই ক্ষতিপূরণ পাননি বলে জানান ক্ষতিগ্রস্তরা। তাদের দাবি বন কর্মকর্তারা এসে মাঝে মাঝে এসে বক্তৃতা দিয়ে চলে যায়, এতে হাতি আর মানুষের সমস্যার সুরাহা হয় না।
এব্যাপারে রেঞ্জ কর্মকর্তা মনজুরুল আলম বলেন, চেষ্টা করছি মানুষকে হাতি সমন্ধে সচেতন করতে। এছাড়া ক্ষতিপূরণ দিতে আমরা তৎপর রয়েছি। কাগজপত্র ঢাকা পাঠিয়েছি। দ্রুত ক্ষতিপূরণের অর্থ বরাদ্ধ হবে বলে আশা করছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট