চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সভায় বক্তারা

একুশের প্রেরণা আজ বিশ^ময় দেদীপ্যমান

মফস্বল ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:১৩ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রভাতফেরী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, একুশের প্রেরণা আজীবন থাকবে চিরঞ্জীব এবং তা আজ বিশ্বময় দেদীপ্যমান।
রাউজান উদ্দীপ্ত তরুণ: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ চত্বরে ২ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। সাজু পালিতের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর জানে আলম জনি, ওসি ইনচার্জ কেফায়েত উল্লাহ ও জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, সুমন দে, তসলিম উদ্দিন চৌধুরী, আহসান হাবীব চৌধুরী হাসান, দিপলু দে দীপু, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, মোহাম্মদ আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।
সাতকানিয়া আদর্শ ডিগ্রি মহিলা কলেজ: নিজস্ব সংবাদদাতা জানান, কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী। অধ্যক্ষ মোহাম্মদ তফাজ্জুল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো. পারভেজ, আইন কলেজের সাবেক ভিপি মোহাম্মদ জসিম উদ্দীন মিন্টু ও আলহাজ আহমদ হোসেন। অধ্যাপক জয়নাল আবেদীন ও অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ইদ্রিস মিয়া, অধ্যাপক আব্দুল ওয়াহেদ চৌধুরী, অধ্যাপক ফরিদ আহমদ, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, অধ্যাপক রুহুল কাদের ও অধ্যাপক রুহুল আমিন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আব্দুচ ছবুর, অধ্যাপক কানিজ ফাতেমা রোকসানা, অধ্যাপক আয়েশা জোবাইরা, অধ্যাপক ওসমান গণি, অধ্যাপক আব্দুল্লা আল মামুন, অধ্যাপক ফাতেমা জান্নাত, অধ্যাপক নাছরিন ফাতেমা সেতু, ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহেদা আকতার, জান্নাতুল আদন, আকলিয়া আকতার, হুরে জান্নাত, তাসমিন ফারজানা ও সাবেকুন্নাহার।
সাতকানিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে আয়োজিত মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান। পৌরসভার ১ নং ওয়ার্ড মধ্যম রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমল কৃষ্ণ দেব। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরা বেগম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর এনামুল কবির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. রিদুয়ানুল হক, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সহ-সভাপতি নুরুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু কুমার ধর। শিক্ষক সুব্রত দেব রায়ের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাউন্সিলর মোজাম্মেল হক ভোলা, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম, আ.লীগ নেতা মো. আবু ছালেহ, যুবলীগ নেতা বিকাশ কান্তি দাশ, গৌতম শংকর ধর, আলী আহসান, মো. মিজান, আনোয়ার হোসেন ও ছাত্রলীগ নেতা মো. আয়াজ প্রমুখ। সভার আগে সকালে অনুষ্ঠিত হয় প্রভাতফেরী, চিত্রাংকন প্রতিযোগিতা ও দেশাত্মবোধক সংগীতানুষ্ঠান। সভাশেষে জয় বাংলা শিল্পগোষ্ঠীর উদ্যোগে পরিবেশিত হয় সংগীতানুষ্ঠান।
কদলপুর কালাকাতার পাড়া ৭৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আজম খান। সমাজসেবক আলহাজ আবদুর রহিম সওদাগরের সভাপতিত্বে ও বিপুল মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাজী মুহাম্মদ আবদুর রহিম, বদিউল আলম, মুহাম্মদ মিয়া, আবদুল লতিফ, সাবের, সৈয়দ তৈয়বুল হক, ইউপি সদস্য রাশেদুল ইসলাম, সেলিম উদ্দিন, নাসিমা বেগম, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়: লোহাগাড়ার নিজস্ব সংবাদদাতা জানান, ভোরে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে প্রধান শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাজিয়া ছিদ্দিকা, মো. সেলিম উদ্দিন, তপন কুমার শীল, সুজন কান্তি নাথ, আনোয়ারুল হক, সবুজ কান্তি ও শাহেল ইসলাম।
কাপ্তাই: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুল কালাম আজাদ ও সম্পাদক সাংবাদিক মাহফুজ আলমসহ বিভিন্ন স্তরের জনগণ। এছাড়া চন্দ্রঘোনা দোভাষী বাজারস্থ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চন্দ্রঘোনার কদমতলী ইউনিয়ন মানবাধিকার কমিশন সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক এনামুল হকসহ কমিশনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট