চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপনে বক্তারা

বাংলা ভাষার সঠিক ও শুদ্ধ লিখন চর্চায় নিহিত একুশের অহংকার

পূর্বকোণ ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৪৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপনের খবর আসা অব্যাহত রয়েছে। আয়োজিত কর্মসূচির আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা ভাষার সঠিক ও শুদ্ধ লিখন চর্চা করতে হবে।
আমেরিকান স্কুল চট্টগ্রাম: গত ২১ ফেব্রুয়ারি স্কুলটির খুলশীস্থ প্রাঙ্গণে দেশি এবং বিদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি উদযাপন করা হয়। এই দিনটি বাঙালি জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল দিন । আন্তর্জাতিক মাতৃভাষার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে বিদেশি অভিভাবকদের মাঝে ছিলো বাঙালি অভিভাবকদের মতই শ্রদ্ধামিশ্রিত ভাবাবেগ। উইলো গাছের প্রাঙ্গণে ছায়া সুনিবিড় পরিবেশে নিজ নিজ আসনে উপবিষ্ট হয়ে সবাই মুহূর্তের জন্য ফিরে গিয়েছিলো সালাম, রফিক, বরকত, জব্বারসহ সকল প্রতিবাদী ভাষা শহীদদের সেই দ্যুতিময় ক্ষণটিতে। ক্ষুদে শিক্ষার্থীরা মঞ্চস্থ করে তাদের ক্ষুদ্র নাটিকা ‘একুশ মানে মাথা নত না করা’ যা ছোটদের আরো বুঝতে সহায়তা করে ২১ এর প্রকৃত ঘটনা । ৩ বছরের ছোট শিক্ষার্থীও হাতে তুলে নিয়েছিলো ফুল আর গায়ে ছিলো সাদাকালোর শোকার্ত বিন্যাস।
বারদোনা হাই স্কুল প্রাক্তন ছাত্র পরিষদ : সাতকানিয়া থানার বারদোনা হক মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের উদ্যোগে অমর একুশের আলোচনা সভা নগরীর জামাল খানস্থ পিডিবি অফিসার্স কোয়ার্টারের সিভিক সেন্টারেমো. সাইফুল ইসলামের পরিচালনায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যরাখেন বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র প্রকৌশলী মো. নুরুল আলম,প্রাক্তন ছাত্র ব্যাংকার নুরুল আবছার, প্রাক্তন ছাত্র মোসাদ্দেকুর রহমান, প্রাক্তন ছাত্র মঈনুদ্দীন চৌধুরী, আরিফুল ইসলাম, ইয়াছির আরাফাত, রাশেদুল হক, মো.বেলাল, ইফতেখার উদ্দীন, মিনহাজ উদ্দীন,গিয়াস উদ্দীন প্রমুখ।
বয়েজ ক্লাব : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের মফিজুর রহমান হাউজিং সোসাইটি এলাকায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন শিশু কিশোর বয়েজ ক্লাব/ইনফিনিটি লাভ ফ্রেন্ডস সোসাইটি। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, ৬নং পূর্বষোলশহর ওয়ার্ড এ-ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর, যুবলীগ নেতা মো হায়দার হোসাইন, চান্দগাঁও থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো আবদুল্লাহ আল আহসান হিমেল, মো আলমগীর তুহিন,যুবরাজ দাশ, কৌশিক, হাবিব মাহমুদ,বাবলু, ওমি, শিহাব, মেহেদি, হোসাইন, ইমন, জিসান, ওমর ও সাকিব প্রমুখ।
বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন মহানগর: বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন মহানগর কমিটির উদ্যোগে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. হান্নান, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এস কে সাগর, সহ-সভাপতি নুরুল আবছার, ইসমাইল সরকার বেলাল, মো. জয়নাল আবেদীন, আলিনুর মানিক, সুশান্ত বিমল দেব লিটন, মো. ইয়াছিন মিয়া, মো. জাকির হোসেন, লায়ন মো. মনির উদ্দিন, মো. সবুজ, মো. আলী এবং মো. আজিজ মুন্সি, নুরুল ইসলাম প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ: অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশের প্রথম প্রহরে উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সা. সম্পাদক শেখ মো. আতাউর রহমান, উত্তর জেলা আ. লীগ নেতা মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈনুদ্দিন, এটিএম পেয়ারুল ইসলাম, নুরুল আনোয়ার চৌধুরী বাহার, আবুল কাশেম চিশতী, জসিম উদ্দিন শাহ, মাহবুব উর রহমান রুহেল, আলাউদ্দিন সাবেরী, জাফর আহমদ, নজরুল ইসলাম তালুকদার, মো. সেলিম উদ্দিন, প্রদীপ রঞ্জন চক্রবর্ত্তী, সাদাত আনোয়ার সাদী, নাজিম উদ্দিন তালুকদার, এডভোকেট মোস্তফা আনোয়ারুল ইসলাম, রাশেদ খান মেনন, সাহেদ সরওয়ার শামীম প্রমুখ।
নগর স্বেচ্ছাসেবক লীগ: ২১শে ফেব্রুযারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, যুগ্ম-আহ্বায়ক কে বি এম শাহজাহান ও সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।
মাহমুদুন্নবী চৌধুরী হাইস্কুল: পতেঙ্গাস্থ মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচীতে ছিল পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। এসময় বক্তারা সর্বস্তরে মাতৃভাষা শুদ্ধরূপে ব্যবহার করার উপর গুরুত্ব আরোপ করেন। ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন নন্দী, আবদুল গফুর, শাকিল হারুন, মো. হোসেন, জসিম উদ্দিন, রুমি আক্তার, রাজিয়া সুলতানা, শামীম আরা, মনির হোসেন, শাহেদা বেগম, গাজী মাহমুদ হাসান, জাবেদ হোসেন, মো. মহসীন, জেসমিন আক্তার, ছগির আহমদ, শহীদ উল্লাহ, কামরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আশরাফ উদ্দিন প্রমুখ।
সড়ক পরিবহন শ্রমিক লীগ মহানগর: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ মহানগর নেতৃবৃন্দ পুস্পমাল্য দিয়ে মাতৃভাষার জন্য শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন সভাপতি মো. মিনহাজ, কার্যকরী সভাপতি মো. বেলাল হোসেন, সিনিয়র সভাপতি মো. আলী আকবর, মো. আব্দুল গফুর, মো. জাহাঙ্গীর আলম, মো. কালিম শেখ, মো. নরুল আমীন, মো. আলমগীর, মো. বেলাল হোসেন (লিটন), মো. বায়েজীদ ফরাজী, মো. গাজী আব্দুল্লাহ, মো. জুয়েল সরকার, মো. ইমাম হোসেন এনাম, মো. আব্দুল আলীম, মো. জামাল হোসেন, মো. কামাল হোসেন প্রমুখ।
রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকা: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকা। গত ২১ শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সভাপতি ফয়জুল কবির চৌধুরী, পিপি খন রঞ্জন রায়, রোটারেক্ট সাগরিকার সভাপতি শওকত হোসেন রিয়াদ ও সদস্য শাহরিয়ার শাহেদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, ৬৮ বছর আগে মাতৃভাষা বাংলাকে বাঁচাতে ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিল বাঙালি সূর্য সন্তানেরা।
মানবাধিকার কাউন্সিল: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার উদ্যোগে দামপাড়াস্থ পুলিশ লাইনে গত ২১ ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও জেলা সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সা. সম্পাদক জাফর ইকবাল, ফেরদৌস আরা, আবছার উদ্দিন অলি, ইঞ্জি. ফারুক হোসাইন, শাহ আলম, লায়ন আনোয়ারুল আজিম, রেহেনা বেগম, ফেরদৌস আরা, এডভোকেট প্রতাপ পাল, কবির মোহাম্মদ, মো. ইসহাক, মো. আলমগীর, মনজুর আলম মঞ্জু, মো. ইসমাইল, লায়ন শাহজাহান, আবদুল মান্নান রানা, বেলায়েত হোসেন রুবাইয়েত প্রমুখ। বক্তারা বলেন- মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। আজ সারাবিশ্বের সকল নাগরিকের সত্য ও ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার প্রেরণার উৎস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের সংস্কৃতিতে একুশের ভূমিকা ও গুরুত্ব অতুলনীয়।
জীবন জীবিকার মানুষ: একুশের অমর ভাষা শহীদদের বিন¤্র শ্রদ্ধা জানাতে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের সংগঠন ‘জীবন জীবিকার মানুষ’-এর নেত্রীবৃন্দ গত ২১ ফেব্রুয়ারি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন এডভোকেট এরশাদ হোসেন, সভাপতি মো. মুছা খাঁন, সহ-সভাপতি মো. খোকন, সা. সম্পাদক মো. কামরুল ইসলাম, অর্থ সম্পাদক রঞ্জন দাশ, প্রচার সম্পাদক মো. মানিক প্রমুখ।
তৃণমূল এনডিএম: নগরীরর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম)। এছাড়া দিবসটি উপলক্ষে মহানগর তৃণমূল এনডিএম’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর আহ্বায়ক নুরুল কবীর শাহর সভাপতিত্বে বক্তারা বলেন, ৫২ এর ভাষা আন্দেলন এ বাংলা রাষ্ট্র ভাষার স্বীকৃতি পেলেও ৫৮ বছর পরে আজও রাষ্ট্রের সর্বস্তরে মাতৃভাষা বাংলার প্রচলন করা যায়নি। ২১ ফেব্রুয়ারি এখন শুধু মাত্র ফুল দেওয়া ও কিছু আনুষ্ঠানিকতার মাঝেই সীমাবদ্ধ। ভাষা শহীদদের অবদানের তুলনায় তাদের জন্য তেমন কিছুই করা হচ্ছে না। এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মো. হানিফ, কাজী শহীদ উল্লাহ, মো. নজরুল ইসলাম, আবদুর রব, প্রণব চৌধুরী, মোরশেদ আলম চৌধুরী, আবদুস সোবহান, মো. ফুল মিয়া, যুগ্ম মহাসচিব সিরাজুন নূর বেগম, মো. সাদেক হোসেন চৌধুরী, প্রণব চক্রবর্তী, মো. ইউসুফ, ফরিদুল আলম প্রমুখ।
মানবাধিকার ইউনিটি মহানগর: জাতীয় মানবাধিকার ইউনিটি মহানগরের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার মর্যাদা রক্ষায় মানবাধিকার সংগঠকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের সভাপতি হাসান মুরাদের সভাপতিত্বে গত ২২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় নগরীর একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহিলা আ. লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাসিনা জাফর। সুরেশ দাশের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ সৈয়দ মাহমুদুল হক, ডেপুটি গভর্নর লায়ন আমিনুল হক বাবু, সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সা. সম্পাদক স.ম জিয়াউর রহমান, লায়ন এম.এ নেওয়াজ, মুক্তিযোদ্ধা এস.এম লিয়াকত হোসেন, শফিকুর রহমান, সৈয়দ আহম্মদ, কালিম শেখ, মাসুমা কামাল আখি প্রমুখ। এসময় বক্তারা বলেন, বায়ান্নের ভাষা আন্দোলনের সিঁড়ি বেয়ে মহান স্বাধীনতা পথ সুগম হয়েছিল। বাংলা ভাষার সঠিক ও শুদ্ধ লিখন এবং এর চর্চায় মানবাধিকার সংগঠকরা সোচ্চার ভূমিকা পালন করতে পারে। সভা শেষে মানবাধিকার আন্দোলনে কাজ করা মানবাধিকার কর্মীদের সম্মাননা স্মারক তুলেদেন প্রধান অতিথি।
পাথরঘাটা জে.ডি প্রা. বি.: নগরীর পাথরঘাটা জে.ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল-প্রভাত ফেরি, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিশু ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শাহনাজ পারভীন, শিরিন আক্তার, রাসনা দাশ, ববিতা বড়ুয়া, সুপ্রিয় দাস, শ্রীদীপ্তা আচার্য্য প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
চাপড়া সরকারি প্রা. বিদ্যালয় : একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম এ রহিম ও অন্যরা। এ সময় সভাপতি বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের ভাষার মাস। কিন্তু এখনো আমাদের একটা প্রজন্ম সেই সব মহানদের আত্মত্যাগের কথা জানে না।
তাই প্রতিটি পরিবারেই ভাষা শহীদের সঠিক জ্ঞান দিয়ে সন্তানদের বড় করলে, তারা দেশের জন্য শহীদরা কী পরিমাণ আত্মত্যাগ করেছিল তা জানবে। এ সময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সুমন চক্রবর্তী, পরিচালনা কমিটির সহ-সভাপতি নমিতা চৌধুরী, জাহাঙ্গীর আলম বেলাল, কামরুন নাহার, জাহানারা বেগম, সমর কান্তি দাশ, মুগ্ধা দাশ, সিমলা রানী দে, বিউটি রানী চৌধুরী, ফারজানা জাফর, ঊর্মী চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট