চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বেপরোয়া ট্রাক চালকের কাছে ভুয়া লাইসেন্স : ১০ দিনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০১৯ | ১১:০৯ অপরাহ্ণ

নগরীর টাইগারপাস মোড় থেকে ধাওয়া দিয়ে একটি দ্রুত গতির ট্রাক ও চালককে আটক করেছে বিআরটিএ’র এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। ট্রাকটির গতি থামিয়ে ড্রাইভারের লাইসেন্স চেক করে পাওয়া গেল ভুয়া লাইসেন্স ।

আজ বুধবার (২২ মে) নগরীর টাইগারপাস এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় এই ঘটনা ঘটে। ভুয়া লাইসেন্স দিয়ে বেপোরোয়াভাবে ট্রাক চালানোর দায়ে মো. মনির হোসেন (৩৫)-কে ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক ।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক বলেন, টাইগারপাস এলাকায় অভিযান পরিচালনাকালে একটি বেপরোয়া ট্রাক চালককে আটক করা হয়। এছাড়া ভুয়া লাইসেন্স ব্যবহার করায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন গাড়ির কাগজপত্র তল্লাশি চালিয়ে বৈধতা না পাওয়ায় ৮ টি মামলা ও ২৯ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট