চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ৩ মাদক ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা

২৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামে ইয়াবার মামলায় তিনজনকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১৬ সালে র‌্যাপিড একশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে ২৮ লাখ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সেই তিন মাদক ব্যবসায়ীকে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আদালত সাজা দিয়েছে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই রায় দিয়েছেন বলে জানিয়েছেন মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী। দণ্ডিত তিনজন হলেন; চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছোট ঢেমশা গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে আলী আহমেদ (৫২), কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে মো. হামিদুল্লাহ (৩২), রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের বড়বিলি গ্রামের মৌলভী আজিজুল হকের ছেলে মো. মহিউদ্দিন (৩৫)। মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৈীধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের  আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাদের সর্বোচ্চ সাজা ১৫ বছর দেয়া হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে ছিলেন। পরে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিপি।

উল্লেখ্য, কর্ণফুলী নদীর মোহনায় পতেঙ্গা এলাকায় ২০১৬ সালের ১৭ জানুয়ারি একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ২৭ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আলী আহমেদ ও হামিদুল্লাহকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে আরো ৫০ হাজার ইয়াবাসহ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মহসিন কবির বাদি হয়ে পতেঙ্গা থানায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯ (১) ধারায় মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২৩ মে তদন্তকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষ ৯ জনের সাক্ষ্য নেন।

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট