চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানববন্ধনে বক্তারা: জঞ্জাল সরিয়ে শিশু পার্ক উন্মুক্ত করুন

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২০ | ২:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে থেকে শিশু পার্ক নামক জঞ্জালটি সরিয়ে নিতে নাগরীক উদ্যেগের ব্যানারে কাজির দেউড়ির শিশু পার্কের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে “জঞ্জাল সরিয়ে নিন, সবুজ মাঠ ফিরিয়ে দিন” এই স্লোগানে নাগরীক উদ্যেগের কাজির দেউড়ির মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘এই স্থান থেকে শিশু পার্ক নামের জঞ্জাল সরিয়ে সবুজ চত্তর করা হোক। শিশু পার্কের বিপরীতে সব খাবারের দোকান, আর অন্যপাশে ফুটপাত দখল করে দোকান নির্মাণ করা হচ্ছে। তাহলে মানুষ হাঁটবে কোথায়?’

‘‘তিনি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মেয়র সাহেবর কাছে অনুরোধ তিনি যেন  এই জঞ্জালটি সরিয়ে দেন। একটি সুন্দর সবুজ মাঠ থাকুক, আমাদের শিশুরা যেন একটু নিরাপদে নি:শ্বাস নিতে পারে। ’’

মানবন্ধনে আরো বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান ইমু প্রমুখ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট