চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চবিতে ‘সৌন্দর্য্য বর্ধন স্পট’ ভ্রমণে নিষেধাজ্ঞা !

চবি সংবাদদাতা

২৫ ফেব্রুয়ারি, ২০২০ | ১:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুমতিহীন ঝুঁকিপূর্ণ ‘সৌন্দর্য বর্ধন স্পট’ ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, `কিছুদিন যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার কারণে সাধারণ ছাত্র-ছাত্রী নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন। যেহেতু বিশ্ববিদ্যালয় একটি বিস্তৃত এলাকা এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকার কারণে ২৪ ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত দুরূহ কাজ।

অতএব বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাধারণ ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদের পিছনের পাহাড় বিনা অনুমতিতে প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা অনুমতিতে কেউ অন্য জায়গায় প্রবেশ করে হয়রানির শিকার হলে তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে না।’

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট