চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে বক্তারা

খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র এক সূত্রে গাঁথা

২৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:০৫ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে মাদার অব ডেমোক্রেসি। সরকার বেগম জিয়াকে ভয় পায় বলেই প্রতিহিংসার বিচারে তাকে জেলে বন্দী করে রেখেছে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশের গণতন্ত্র একই সূত্রে গাঁথা। দেশের হারানো গণতন্ত্রকে ফিরে পেতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে সাহস নিয়ে আবার ঘুরে দাঁড়াতে হবে। তিনি গতকাল সোমবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভীর উপর পুলিশী হামলার প্রতিবাদে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ ও ত্রুটিপূর্ণ। এই তামাশার নির্বাচনে ২৯ তারিখ রাতেই ভোট শেষ হয়েছিল। জালিয়াতির এ নির্বাচন সরকারী দলের জন্য গৌরব ও মর্যদার নয়, বরং লজ্জা ও কলংকের। তিনি বলেন, আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে যদি কোন কারচুপি করা হয় তাহলে জনগণ সাথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন বলেন, নেতাকর্মীরা আজ বিক্ষুব্ধ। দেশের জনগণ একদিন স্বৈরাচারের এই অনিয়মের জবাব রাজনৈতিকভাবেই দেবে। বিগত নির্বাচনে আওয়ামীলীগ জনগণের কাছে নৈতিকভাবে পরাজিত হয়েছে। তারা বাংলাদেশকে বিরোধীদলবিহীন একটি দেশে পরিণত করেছে। সভাপতির বক্তব্য রাখছেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এইচ এম রাশেদ খান। বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট