চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বৌদ্ধ মনীষার ১১১তম জন্মোৎসবে বক্তারা

মুক্তিযুদ্ধে বিশুদ্ধানন্দ মহাথের’র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো বিদেশে

২৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:০৫ পূর্বাহ্ণ

একুশে পদকে ভূষিত মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সাথে কাজ করে স্বাধীনতার স্বপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার অবদান বাঙালি জাতি কোনদিন ভুলতে পারবেনা।

গত ২৩ ফেব্রুয়ারি প্রয়াতের জন্মভূমি রাউজানস্থ পূর্বগুজরা হোয়ারাপাড়ার সুদর্শন মহাবিহারের মহাবোধি চত্বর বিশুদ্ধানন্দ ম-প প্রাঙ্গণে তারই প্রতিষ্ঠিত অগ্রসার মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে মহাথেরো’র দিনব্যাপী মহাসাড়ম্বরে ১১১তম জন্মোৎসব পালন করতে গিয়ে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। বক্তারা বলেন তিনি জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। খ্যাতিসম্পন্ন বাংলার অবিসংবাদিত এই বৌদ্ধনেতা আমৃত্যু বহু জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো- বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ, অগ্রসার অনাথালয়, অগ্রসার বালিকা মহাবিদ্যালয়, অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়। সংস্থার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের’র সভাপতিত্বে এবং মহাসচিব ভদন্ত সুমিত্তানন্দ থের’র নির্দেশনায় জন্মোৎসবে প্রধান বক্তা ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ভাইস চেয়ারম্যান সুপ্তভূষণ বড়–য়া। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মেমন মাতৃসদন হাসপাতালের চিফ কনসালটেন্ট ডা. প্রীতি বড়–য়া। স্বাগত ভাষণ দেন গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন- জাপান ইন্টান্যাশন্যাল খ্রিস্টান ইউনিভার্সিটির প্রফেসর (অব.) কোয়া তাসাকা, অগ্রসার মেমোরিয়াল সোসাইটির আন্তর্জাতিক উপদেষ্টা ড. তাক্কাই উঝুমি, জাপান সেইসা ইউনিভার্সিটির প্রফেসর ড. সুমন বড়–য়া। সন্মানিত অতিথির মধ্যে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম. আব্বাস উদ্দিন আহমদ, অঞ্চল কুমার তালুকদার, কমলেন্দু বিকাশ বড়–য়া, প্রধান শিক্ষক সমীরণ বিকাশ বড়–য়া, অধ্যক্ষ সুলেখা পাল, সবুজ বড়–য়া শুভ, প্রধান শিক্ষক রণজিত বড়–য়া। অধ্যাপক সুমেধানন্দ ও দেববংশ মহাথের’র সঞ্চালনায় ম্গংলাচরণ করেন ভদন্ত করুণানন্দ ভিক্ষু, ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠক ও সংস্কৃতিকর্মী উজ্জল কান্তি বড়–য়া।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট