চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চিটাগাং চেম্বারে জাপানিজ টেলি মেডিসিন সার্ভিস কোম্পানির মতবিনিময়

২৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:০১ পূর্বাহ্ণ

টি-আইসিইউ নামক জাপানের স্বনামধন্য টেলি মেডিসিন সার্ভিস কোম্পানির প্রতিনিধিদল দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালকম-লীর সাথে ২৩ ফেব্রুয়ারি সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চেম্বার পরিচালকবৃন্দ সৈয়দ জামাল আহমেদ, এস এম আবু তৈয়ব, অঞ্জন শেখর দাশ ও সৈয়দ মোহাম্মদ তানভীর, চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, টি-আইসিইউ’র সিইও তাকাইউকি নাকানিশি এমডি, সিওও দাই ওগুরা, ইডি ড. নিক বড়–য়া, বিজনেস চিফ কানিজ ফাতেমা ও চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেকাল্টি অব মেডিসিনের ডিন ড. সেলিম মো. জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। মতবিমিনয়কালে টি-আইসিইউ’র সিইও তাকাইউকি নাকানিশি এদেশের স্বাস্থ্য খাতে অবদান রাখার ইচ্ছা ব্যক্ত করেন। চেম্বার পরিচালকবৃন্দ প্রতিনিধিদলকে স্বাগতঃ জানিয়ে বলেন, বর্তমান ব্যবসা ও জনবান্ধব সরকার জনগণের দোরগড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছাতে নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা ও ইউনিয়ন পর্যায়ে ই-স্বাস্থ্য সেবা চালু করেছে। নেতৃবৃন্দ জাপানিজ কোম্পানির এই সম্ভাবনাময় আন্তর্জাতিকমানের টেলি মেডিসিন সেবার মাধ্যমে ইনটেনসিভ কেয়ার ইউনিটের রোগীগণ উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করে এক্ষেত্রে অত্র চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মতবিনিময় শেষে প্রতিনিধিদল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট