চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সভায় বক্তারা

একুশের পথ বেয়ে স্বাধীনতা অর্জন

মফস্বল ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৪১ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রভাতফেরী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, একুশ বাঙালি জাতির জন্য গৌরব ও অহংকারের। একুশের পথ বেয়ে বাঙালি ধাপে ধাপে আন্দোলনের মধ্যদিয়ে স্বাধীনতা অর্জন করেছে।
সীতাকু-: নিজস্ব সংবাদদাতা জানান, একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সীতাকু- প্রেসক্লাবসহ বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন স্থানীয় সাংসদ আলহাজ দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এসএমআল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সীতাকু- সার্কেল শম্পা রানী সাহা, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া, পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকু- মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা, সীতাকু- প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, গল্পাকার দেবাশিস ভট্টাচার্য, প্রদীপ ভট্টাচার্য্য প্রমুখ। এছাড়া সকালে উপজেলা প্রধান শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সীতাকু- মহিলা কলেজ, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা, মেঘমল্লার সদস্যবৃন্দ।
ঢেমশা উচ্চ বিদ্যালয়: সাতকানিয়ার নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ের উদ্যোগে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা সাংবাদিক আবু সুফিয়ান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়–য়া, রেক্টর শিক্ষক শশী ভূষন বড়–য়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য আবদুল কাদের চৌধুরী, স্বপন কান্তি দাশ, সাংবাদিক মিহির কর, শিক্ষার্থী নাবিলা জান্নাত ও ঋতুপর্ণা দাশ। সভা শেষে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আনোয়ারা কাফকো স্কুল এন্ড কলেজ: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে প্রভাত ফেরী, দেয়ালিকা উন্মোচন, চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাফকো সিবিএ সভাপতি মো. জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাফকো সি.ও.ও আজিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জিএম (প্রশাসন) হোসেন আহমেদ খান, জিএমএইচ আর মীর রাজিউর রহমান, সিবিএর সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, কাফকোর অধ্যক্ষ আবদুল মজিদ, সিনিয়র শিক্ষক জাকির আহমেদ, ডা. তরুণ তপন বড়–য়া প্রমুখ।
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন : নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুক্রবার সকালে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তার, রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, রাঙ্গুনিয়া পৌরসভা আ. লীগ সভাপতি মাস্টার আসলাম খান প্রমুখ।
চন্দনাইশ উপজেলা প্রশাসন: নিজস্ব সংবাদদাতা জানান, প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রূপা, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু প্রমুখ।
লোহাগাড়া উপজেলা প্রশাসন: নিজস্ব সংবাদদাতা জানান,
উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। দিবসের সূচনায় ছিল কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ। পরে এক আলোচনা সভা ও শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি: যৌথ উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জামাল হোসেন, শওকত আলী চৌধুরী, এরশাদুল হক চৌধুরী তসলিম, ইলিয়াছ আলী, আমিনুল ইসলাম আমিন, মো. রফিক, আহমেদুল হক সিকদার, মো. মোস্তাক, নুরুল হক, জয়নাল আবেদীন, মো. জাফর, মো. জমির, মো. সেলিম, আবু তাহের, মো. শাহ আলম, কমর উদ্দিন, মো. মোরশেদ, মো. নাছির উদ্দিন, কালাবাসি, মো. কামাল, চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদল নেতা খালেদ হোসাইন, আবুল কাশেম আজাদ, মো. রুবেল, মো. দিদার, নেজাম উদ্দিন, মো. আবির, মো. কায়সার, মিশকাত, মিজান, মো. মহিম, মো. হেলাল, মো. মিজান, মো. সোহেল রানা, আবু সাঈদ প্রমুখ।
উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়: লোহাগাড়ার নিজস্ব সংবাদদাতা জানান, বিভিন্ন কর্মসূচি পালন শেষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ছাবের আহমদ, মৌলনা আব্দুল মন্নান, আব্দুর রহমান, রণি দাশ, হাসিনা আক্তার ও রোকসানা আক্তার।
রাঙ্গুনিয়া প্রেস ক্লাব: নিজস্ব সংবাদদাতা জানান, গত শুক্রবার সকালে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। পরে আয়োজিত সভায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ, সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, প্রচার সম্পাদক আরিফুল হাসনাত প্রমুখ।
চন্দ্রঘোনা দোভাষী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার: রাঙ্গুনিয়ার নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দোভাষী বাজার শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক দিয়ে সম্মান জানিয়েছেন। রাত ১২টা ১ মিনিটে নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর। একই সময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আ. লীগ সদস্য ইলিয়াছ কাঞ্চন চৌধুরী।
এছাড়া সকাল থেকে গ্রীন মডেল হাই স্কুল, তৈয়বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট্রাল ইন্টারন্যাশনাল স্কুল, টিউলিপ কিন্ডারগার্টেন হাই স্কুল, দ্যা রাইজিং সান কেজি স্কুল, আইডিয়াল কেজি এন্ড হাই স্কুল, পাহাড়িকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নোয়াপাড়া স্টুডেন্ট কেয়ার প্রি-ক্যাডেট স্কুল: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার কমলার দিঘির পাড়স্থ স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী শাহেদ মজুমদারের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ হারুনুর রশিদ। শিক্ষক সৈয়দা সাঈদা আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মধ্যম সহকারী প্রধান শিক্ষক এস এম আব্দুল খালেক, সাংবাদিক এস. এম ইউসুফ উদ্দিন, চিকিৎসক নজরুল ইসলাম, অভিভাবক শাবনাজ ইউসুফ, ডলি আকতার, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম, শারমিন আকতার, উপধ্যক্ষ শিরিন আকতার, শিক্ষক ফজলুল হক ফতেমাতুজ জোহরা, উম্মে হাবিবা খুশনু, ফাহমিদা রহিম মুন মুন, আরজু আকতার, সুমনা আকতার, তনজিনা শরীফা এ্যানি, হাফেজ খালেদ সাইফুল্লাহ, ইয়াসমিন আকতার, রেবেকা সুলতানা, সুলতানা জেসমিন প্রমুখ।
পূর্ব সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: বিদ্যালয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা চন্দনা দাশ। শিক্ষক দোলন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস কুমার নন্দী। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শিলু রায় চৌধুরী, শিমুল কান্তি দেব, লুলু আর মারজান, পলাশ কান্তি দে প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট