চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মনোনয়নপত্র সংগ্রহ দাখিলে শোডাউন নয়

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়পত্র সংগ্রহ ও দাখিলের সময় প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আশেপাশে পাঁচজনের অধিক কর্মী কিংবা সমর্থক নিয়ে কোন প্রকার মিছিল শোডাউন করতে পারবেন না। পারবেন না যানবাহন নিয়ে শোডাউন করতে। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম চলবে। সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী পাঁচজনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না। পাঁচজনের অধিক কর্মী সমর্থক নিয়ে মিছিল- শোডাউন করা যাবে না।

সিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে প্রার্থীগণ অধিক সংখ্যক সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে আসেন। মোটর সাইকেল কিংবা অন্য যানবাহন নিয়েও শোডাউন করা যাবেনা। কারণ যানবাহন নিয়ে শোডাউন করতে গিয়ে যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হতে পারে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম চলাকালে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে সিএমপি এসব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট